শেষ আপডেট: 28th February 2025 15:34
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রনৌত ও বর্ষীয়ান কবি তথা চিত্রনাট্যকার জাভেদ আখতার শুক্রবার দীর্ঘদিনের পুরনো একটি মানহানির মামলার নিষ্পত্তি করে নিলেন। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি এমপি কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলাটি করেছিলেন জাভেদ আখতার। এদিন সেই পুরনো মামলার পারস্পরিক বোঝাপড়া করে নিয়ে সুখবরটি দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কঙ্গনা। মুম্বইয়ের বান্দ্রার ম্যাজিস্ট্রেট আদালতেই ছবিটি তোলা হয়।
কঙ্গনা তাঁর পোস্ট লিখেছেন, আজ জাভেদজি এবং আমি দুজনে মিলে আমাদের আইনি সমস্যা (মানহানি মামলা) মিটিয়ে ফেললাম। দুজনে একটি বোঝাপড়ার মধ্য দিয়ে এই সমস্যাটি মিটিয়েছি। জাভেদজি অত্যন্ত বিনয়ী ও দয়ালু মানুষ। আমার পরিচালিত পরবর্তী ছবির জন্য গান লিখতেও তিনি রাজি হয়েছেন।
এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ আখতার ও রনৌত বান্দ্রার ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছন। সেখানে তাঁরা ম্যাজিস্ট্রেট আশিস অওয়ারির ঘরে চলে যান দুজনে। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবীরা। প্রসঙ্গত, ২০২০ সাল থেকে দুজনের মধ্যে এই মানহানির মামলা চলছে। জাভেদ আখতার কঙ্গনার বিরুদ্ধে তাঁর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ এনেছিলেন। একটি টিভি সাক্ষাৎকারে ঘটনাটি ঘটেছিল।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কঙ্গনা রনৌত ওই সাক্ষাৎকারে জাভেদ আখতার প্রসঙ্গে অবমাননাকর কথা বলে তাঁর ভাবমূর্তি নষ্ট করেন বলে অভিযোগ। ২০২১ সালে রনৌত আখতারের বিরুদ্ধে একটি পাল্টা মানহানির মামলা করেছিলেন। জাভেদের বিরুদ্ধে কঙ্গনা ভয় দেখানো ও সম্মানহানির অভিযোগ আনেন। এদিন আদালতে দাঁড়িয়ে দুজনে মিলে সেইসব মামলা নিষ্পত্তি করে ফেলে হাসিমুখে ঘরে ফেরেন।