শেষ আপডেট: 10th June 2023 09:08
রণবীর 'রুগ্ন সাদা বেড়াল!' কঙ্গনার মুখের ভাষায় ফের সমালোচনার ঝড়
দ্য ওয়াল ব্যুরো: নেপোটিজম হোক বা ব্যক্তিগত সম্পর্ক, বলিউডে কঙ্গনা রানাউতের ঠোঁটকাটা বক্তব্যকে ভয় পান অনেকেই। হৃত্বিক রোশন হোক বা করণ জোহর, কঙ্গনার নিশানা থেকে মুক্তি পাননি অনেকেই। এবার তাঁর নিশানায় রণবীর কাপুর।
রণবীরকে 'রুগ্ন সাদা বেড়াল' বলে রীতিমতো কটাক্ষ করলেন কঙ্গনা। সেই সঙ্গে, নারীসঙ্গ লোভী বা মাদকাসক্ত বলতেও ছাড়েননি তিনি। কিন্তু কেন রণবীরের ওপর চটলেন অভিনেত্রী?
প্রভাস এবং কৃতি শ্যাননের আদিপুরুষ ছবির ট্রেলার মুক্তির পরেই রণবীর আলিয়ার একটি ফ্যানপেজ থেকে বলা হয় আগামী রামায়ণ ছবিতে রাম ও সীতার চরিত্রে রণবীর ও আলিয়াকে বেছে নিলে তা সঠিক হবে। আর এতেই ক্ষিপ্ত কঙ্গনা। তাঁর কথায়, 'এক রুগ্ন সাদা বেড়াল (যে কিনা নিজেকে অভিনেতা মনে করে) এবার ভগবান রাম হওয়ার স্বপ্ন দেখছে। এর আগে সে নিজেকে ভগবান শিব প্রমাণ করতে চেয়েছিল যদিও তার সেই ছবি কেউ দেখেনি।'
রণবীরকে আক্রমণ যদিও প্রথমবার নয়, এর আগেও রণবীর এবং আলিয়া অর্থাৎ বলিউডের অন্যতম আলোচিত পাওয়ার কাপলকে নিশানা করেছিলেন কঙ্গনা। ব্রহ্মাস্ত্র মুক্তির সময়েই আক্রমণ শানিয়েছিলেন তিনি। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র'কে ফ্লপ বলে দাবি করেছিলেন 'কুইন' অভিনেত্রী। কঙ্গনার এই কথায় ফের সমালোচনার ঝড় উঠেছে সব মহলেই।
‘বলিউড নিজের কবর খুঁড়ছে’, ওটিটিতে শাহিদের ছবি মুক্তি নিয়ে কটাক্ষ বিবেকের