শেষ আপডেট: 11th January 2025 21:12
হিন্দুশাস্ত্র মতে আজ অর্থাৎ শনিবার বাকি দিনগুলো থেকে খানিক আলাদা। পৌষ মাসের শেষ শনিবার। মা কালীর পুজোর আদর্শ দিন। তাই সময় পেতেই সেই সুযোগ কিছুতেই হাতছাড়া করলেন না কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। পৌঁছে গেলেন তারাপীঠে। সেখানেই মায়ের কাছে পুজো দিলেন তাঁরা।
বিশেষ কিছু চাওয়া নয়, জয়দীপ মুখোপাধ্যায়ের শুটিং চলছিল কাঞ্চনের। শ্রীময়ীও হাজির ছিলেন। দুইয়ে দুইয়ে মিলতেই ব্যস, তাঁরা হাজির কালীঘাটে। যাবেন শান্তিনিকেতন, জানালেন কাঞ্চন। ইচ্ছে রয়েছে কঙ্কালীতলাতে পুজো দেওয়ার। ফিরে এসে আবার সেই রোজকারের চেনা রুটিন।
২০২৪ ভাল মন্দ মিশিয়েই কেটেছে কাঞ্চন-শ্রীময়ীর। ডিভোর্স, বিয়ে, সন্তান-- ঘটনার শেষ নেই। কটাক্ষের মুখোমুখিও হতে হয়েছে তাঁকে। ২০২৫-এ কী চান? দ্য ওয়ালকে কাঞ্চনের জবাব, "এই বছর সমালোচনা সহ্য করার বছর ছিল। আবার আনন্দেরও। আগামী বছর যেন আমি শ্রীময়ী-কৃষভি একসঙ্গে হইহুল্লোড় করে থাকতে পারি।’
অনুপমের গানের কথা ধার করে কাঞ্চন বলেন, ‘শুধু চাইব আগামী বছর যেন আমাকে আমার মতো থাকতে, দেয়, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক। সব পেলে নষ্ট জীবন। সবাইকে বলছি, তাঁরা নিজেরা দারুণভাবে কাটান আগামী বছর, আমাদের জন্য কিচ্ছু ভাবতে হবে না, এটুকুই।’