শেষ আপডেট: 23rd February 2025 10:17
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার জনপ্রিয় মুখ কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) শুধু অভিনয়ের জন্য নয়, ব্যক্তিগত জীবন নিয়েও মাঝেমধ্যেই থাকেন আলোচনায়। তাঁর ব্যক্তিগত জীবন যেমন চর্চার কেন্দ্রে, তেমনই অভিনয়ও বারবার মুগ্ধ করে দর্শকদের। কাঞ্চনের ব্যক্তিগত জীবন যথেষ্ট রঙিন। তিনবার বিয়ে করেছেন তিনি। বর্তমান স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj), যিনি কাঞ্চনের থেকে বয়সে অনেকটাই ছোট।
দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর শ্রীময়ীর সঙ্গে সংসার পাতেন কাঞ্চন। তাঁদের দাম্পত্য জীবন বেশ সুখের, একটি সন্তানও রয়েছে এই দম্পতির। সম্প্রতি কাঞ্চন-শ্রীময়ীকে দেখা গেল মহাকুম্ভের পবিত্র স্নানে অংশ নিতে। কোটি কোটি ভক্তের সঙ্গে তাঁরাও নামলেন গঙ্গাস্নানে, বিশ্বাস— এই পবিত্র জলে স্নান করলেই জীবনের সমস্ত পাপ মোচন হবে।
View this post on Instagram
স্নানের মুহূর্তের ছবি শেয়ার করেছেন শ্রীময়ী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছবিতে কাঞ্চনকে দেখা গেল টি-শার্ট ও বার্মুডায়, আর শ্রীময়ীর পরনে ছিল সালোয়ার-কামিজ। ছবির ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন, 'হর হর মহাদেব!' তবে কমেন্ট সেকশন বন্ধ থাকায় ভক্তরা তাঁদের ভালবাসা বা প্রতিক্রিয়া জানাতে পারেননি। এই ছবি ভাইরাল হতে সময় লাগেনি। এমনকি তাঁদের ভক্তরা মুখিয়ে রয়েছেন আরও কিছু ঝলক দেখার জন্য।