Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতের প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা চাই, স্টার রেটিং নয়, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি
Actress Kajol

প্রিয় বন্ধু আদিত্যের বিরুদ্ধে আদালতে স্বামী অজয়! মাঝখানে পড়ে অসহায় কাজল

২০১২ সালে অজয় দেবগণের প্রোডাকশন হাউজ অভিযোগ জানিয়েছিল যে, 'জব তক হ্যায় জান' ছবিটির জন্য অতিরিক্ত স্ক্রিন সংরক্ষণের মাধ্যমে যশরাজ ফিল্মস প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন করেছে।

প্রিয় বন্ধু আদিত্যের বিরুদ্ধে আদালতে স্বামী অজয়! মাঝখানে পড়ে অসহায় কাজল

মাঝখানে পড়ে অসহায় কাজল

শেষ আপডেট: 6 July 2025 10:13

দ্য ওয়াল ব্যুরো: এক দিকে স্বামী অজয় দেবগণ, অন্য দিকে ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। দুইজনের মধ্যে ঝামেলা তুঙ্গে আর ওদিকে মাঝখানে পড়ে নিঃশব্দ যন্ত্রণা সহ্য করেছিলেন কাজল। ২০১২ সালে মুক্তি পায় দু’টি বড় ছবি— অজয়ের 'সন অব সর্দার' ও যশ চোপড়া পরিচালিত 'জব তক হ্যায় জান'। একই দিনে মুক্তি পাওয়ায় বক্স অফিসে তৈরি হয় চাপা উত্তেজনা, যা পরে রূপ নেয় আইনি লড়াইয়ে। দীর্ঘ ১৩ বছর পরে সেই ঘটনাই স্মৃতিচারণ করলেন অভিনেত্রী কাজল।

এক সাক্ষাৎকারে কাজল বলেন, “এই ধরনের লড়াই খুব কঠিন। কারণ এ রকম ঘটনার পরে সময় লাগে সবটা শান্ত হতে। দু’পক্ষই নিজের জায়গায় ঠিক ছিল। কিন্তু আমি এমন একজন, যাঁর দুই দিকেই সংযোগ ছিল। মাঝখানে পড়ে খুব অসহায় লাগছিল। শুধু সময়ের অপেক্ষা করতে হয়েছিল, যাতে পরিস্থিতি শান্ত হয়।”

২০১২ সালে অজয় দেবগণের প্রোডাকশন হাউজ অভিযোগ জানিয়েছিল যে, 'জব তক হ্যায় জান' ছবিটির জন্য অতিরিক্ত স্ক্রিন সংরক্ষণের মাধ্যমে যশরাজ ফিল্মস প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন করেছে। অভিযোগ গিয়েছিল কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার কাছেও। আদিত্য কাজলের বন্ধু, তুতো বোন রানি মুখোপাধ্যায়ের স্বামীও বটে। ওদিকে তাঁরই বিরুদ্ধে আদালতে অজয়! 

কাজলের সংযোজন, “পরিবর্তন মানেই যে খারাপ কিছু, তা নয়। পরিবর্তন চিরন্তন। জীবনে একমাত্র যে জিনিস স্থায়ী তা হল পরিবর্তন।”

বর্তমানে কাজলকে শেষ দেখা গিয়েছে বিশাল ফুরিয়ার মা ছবিতে। ছবিটি বক্স অফিসে আশানুরূপ ফল করেনি। আগামীতে তাঁকে দেখা যাবে সরজমিন ছবিতে, যেখানে রয়েছেন সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান ও মালায়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন। 
 


ভিডিও স্টোরি