Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বেনজির: সুইস ব্যাঙ্কে গত বছরে বাংলাদেশিদের জমার অঙ্ক ৩৩ গুণ বেড়েছে, কারা রাখল এত টাকাবৃষ্টির ইনিংস জারি থাকবে রাজ্যে, আগামী ক'দিন ভিজবে এই জেলাগুলিস্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতে
Kajol Maa movie promotion

‘মা’ ছবির প্রচারে কলকাতায় কাজল, সাতসকালে পুজো দিলেন দক্ষিণেশ্বর মন্দিরে

বৃহস্পতিবার সকালে কাজল দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিয়ে নতুন ছবির সাফল্যের জন্য প্রার্থনা করলেন। নায়িকাকে এদিন সকালে দেখা গেল, হালকা গোলাপি সালোয়ার কামিজে। 

‘মা’ ছবির প্রচারে কলকাতায় কাজল, সাতসকালে পুজো দিলেন দক্ষিণেশ্বর মন্দিরে

দক্ষিণেশ্বর কালী মন্দিরে কাজল

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 22 May 2025 13:17

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বলিউড ছবি ‘মা’-র প্রচারে কলকাতায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল। শহরের এক নামী হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, এই ছবি একজন মায়ের আত্মত্যাগ, আবেগ ও সংগ্রামের গল্প—যা প্রত্যেক দর্শকের মনে গভীর ছাপ ফেলবে। পরিচালক রেবতীর পরিচালনায় ছবিটি আগামী মাসে মুক্তি পেতে চলেছে।

কাজল আরও বললেন, “এই শহরের সঙ্গে আমার এক আলাদা সম্পর্ক আছে। কলকাতাকে আমি খুব  ভালবাসি। বারবার আসলেও যেন এই শহরটিকে নতুন বলেই মনে হয়। তাই আবারও চলে এলাম। দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার ইচ্ছে বহুদিনের, ছবির প্রচারের মাঝেই সেই সুযোগ এসে গেল।”

বৃহস্পতিবার সকালে তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিয়ে নতুন ছবির সাফল্যের জন্য প্রার্থনা করলেন। নায়িকাকে এদিন সকালে দেখা গেল, হালকা গোলাপি শাড়িতে। চুল পনিটেইল স্টাইলে বাঁধা। নতুন এই ছবিতে এক মায়ের ভূমিকায় দেখা যাবে কাজলকে, যিনি জীবনযুদ্ধে নিজের সন্তানের জন্য একের পর এক আত্মত্যাগ করে চলেছেন।

ছবির নির্মাতাদের দাবি, এমন গল্প আজকের বলিউডে খুবই বিরল। তারা আশাবাদী, এই গল্প দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে। সূত্রের খবর, শুধু সাংবাদিক সম্মেলনেই নয়, শহরে আরও একাধিক প্রচারমূলক কর্মসূচিতে অংশ নেবেন কাজল। কলকাতার প্রচার পর্ব শেষ করে তিনি আরও কয়েকটি শহরেও ছবির প্রচারে যাবেন বলে জানা গেছে। তবে আপাতত কলকাতাতেই রয়েছেন অভিনেত্রী। 


ভিডিও স্টোরি