বৃহস্পতিবার সকালে কাজল দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিয়ে নতুন ছবির সাফল্যের জন্য প্রার্থনা করলেন। নায়িকাকে এদিন সকালে দেখা গেল, হালকা গোলাপি সালোয়ার কামিজে।
দক্ষিণেশ্বর কালী মন্দিরে কাজল
শেষ আপডেট: 22 May 2025 13:17
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বলিউড ছবি ‘মা’-র প্রচারে কলকাতায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল। শহরের এক নামী হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, এই ছবি একজন মায়ের আত্মত্যাগ, আবেগ ও সংগ্রামের গল্প—যা প্রত্যেক দর্শকের মনে গভীর ছাপ ফেলবে। পরিচালক রেবতীর পরিচালনায় ছবিটি আগামী মাসে মুক্তি পেতে চলেছে।
কাজল আরও বললেন, “এই শহরের সঙ্গে আমার এক আলাদা সম্পর্ক আছে। কলকাতাকে আমি খুব ভালবাসি। বারবার আসলেও যেন এই শহরটিকে নতুন বলেই মনে হয়। তাই আবারও চলে এলাম। দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার ইচ্ছে বহুদিনের, ছবির প্রচারের মাঝেই সেই সুযোগ এসে গেল।”
বৃহস্পতিবার সকালে তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিয়ে নতুন ছবির সাফল্যের জন্য প্রার্থনা করলেন। নায়িকাকে এদিন সকালে দেখা গেল, হালকা গোলাপি শাড়িতে। চুল পনিটেইল স্টাইলে বাঁধা। নতুন এই ছবিতে এক মায়ের ভূমিকায় দেখা যাবে কাজলকে, যিনি জীবনযুদ্ধে নিজের সন্তানের জন্য একের পর এক আত্মত্যাগ করে চলেছেন।
কড়া নিরাপত্তায় দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী কাজল#Kajal #bollywood #entertainment #TheWallNews pic.twitter.com/ld7CgF1Mgu
— The Wall (@TheWallTweets) May 22, 2025
ছবির নির্মাতাদের দাবি, এমন গল্প আজকের বলিউডে খুবই বিরল। তারা আশাবাদী, এই গল্প দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে। সূত্রের খবর, শুধু সাংবাদিক সম্মেলনেই নয়, শহরে আরও একাধিক প্রচারমূলক কর্মসূচিতে অংশ নেবেন কাজল। কলকাতার প্রচার পর্ব শেষ করে তিনি আরও কয়েকটি শহরেও ছবির প্রচারে যাবেন বলে জানা গেছে। তবে আপাতত কলকাতাতেই রয়েছেন অভিনেত্রী।