শেষ আপডেট: 13th September 2024 12:34
দ্য ওয়াল ব্যুরো: ছেলে যুগের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নজরকাড়া পোস্ট কাজলের। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছেলেকে শুভেচ্ছা জানালেন অজয় দেবগণও। দম্পতির কনিষ্ঠ সন্তান যুগ দেবগণ শুক্রবার পা দিলেন ১৪-এ।
কাছের মানুষ হোক বা বন্ধু, বাবা-মা হোক বা সন্তান, যেকোনও স্পেশাল দিনে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়াকেই বেছে নেওয়া হয়। কাজল-অজয়ও আর পাঁচটা সেলেবের মতোই সকাল সকাল ছেলের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন।
কাজল ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। যাতে তাঁকে ফুসিয়া পিঙ্ক রঙের শাড়িতে সবসময়ের মতোই অসাধারণ দেখাচ্ছে। সঙ্গে যুগের পরনে চিকনের সাদা কুর্তা। ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'আমার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা তোমার হাসি। আমরা যেন এভাবেই জুড়ে থাকতে পারি সারাজীবন এবং অদ্ভুত জিনিসপত্র দেখে মন খুলে হাসতে পারি।'
যুগকে বাবা অজয় দেবগণের খোলা চিঠি, 'খুব সামান্য জিনিসও চিরস্মরণীয় হয়ে থাকে তোমার জন্য। তুমি থাকলে কোনওসময়ই একঘেয়ে বা একা লাগে না।' অজয় এই চিঠির সঙ্গেই দু'জনের একটি ছবিও শেয়ার করেন। যাতে যুগ ও অজয় দু'জনকেই সাইকেল হাতে দেখা যায়।
View this post on Instagram
রেইড ২ সিনেমায় আগামীতে নতুন অবতারে দর্শকদের সামনে ধরা দেবেন অভিনেতা। ছবিটি নিয়ে উন্মাদনা রয়েছে। জানা গিয়েছে, রেইড ২ মুক্তি পাবে আসছে বছর ফেব্রুয়ারি মাসে। অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, কাজলকে নাকি দেখা যেতে পারে সলমন-রশ্মিকা অভিনীত সিকান্দার ছবিতে।