শেষ আপডেট: 2nd February 2025 11:16
দ্য ওয়াল ব্যুরো: শীঘ্রই বড় পর্দায় পা রাখতে চলেছেন আমির খান এবং রিনা দত্তের ছেলে, জুনায়েদ খান। আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম সিনেমা 'লাভিয়াপ্পা'। তবে এর আগেই তিনি নেপোটিজম নিয়ে অকপট স্বীকারোক্তি করলেন। জানালেন, স্টার কিড হওয়ার সুবিধা আছে, সোশ্যাল মিডিয়ায় না থাকলেও কাজের সুযোগ
পেয়েই যাবেন তিনি।
এর আগে OTT-তে 'মহারাজ' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন জুনায়েদ। তবে এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি স্বীকার করি, পরিবারের জন্য আমার সুযোগ সহজ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় না থাকলেও প্রযোজকরা আমাকে কাস্ট করবেন, যা অনেকের ক্ষেত্রে সম্ভব নয়।'
রেডিয়ো নশাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, 'কখনও কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেননি বা নেতিবাচক কিছু বলেননি। আমি সোশ্যাল মিডিয়াতেও নেই, তাই ওখানে কী চলছে তাও জানি না।'
এই ছবিতে জুনায়েদের সহ-অভিনেত্রী খুশি কাপুরও স্বীকার করেছেন যে স্টার কিড হওয়ার সুবিধা তিনি পান। তবে তাতে তাঁর কোনও আপত্তি নেই। তাঁর কথায়, 'আমরা অনেক কিছু পেয়েছি, যার জন্য কৃতজ্ঞ। তাই অভিযোগ করার কিছু নেই। আমি যেখানে আছি, তাতে আমি খুশি।'
'লাভিয়াপ্পা' আদতে ২০২২ সালের তামিল ছবি 'লাভ টুডে'-এর রিমেক। ছবিটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। এখানে গৌরব এবং বাণী নামের দুই চরিত্রের প্রেমের গল্প দেখানো হয়েছে, যেখানে বাণীর বাবা তাঁদের সম্পর্কের পরীক্ষা নিতে তাঁদের ফোন অদলবদল করেন। এরপরই শুরু হয় এক অনন্য গল্প। ছবিতে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, কিকু সারদা এবং গ্রুশা কাপুর। ৭ ফেব্রুয়ারি হলে মুক্তি পাবে 'লাভিয়াপ্পা', স্টার কিডদের এই নতুন জুটিকে দর্শক কীভাবে গ্রহণ করেন, সেটাই এখন দেখার!