শেষ আপডেট: 16th March 2025 16:19
দ্য ওয়াল ব্যুরো: সাল ২০১৫। এক অনুষ্ঠানে এসে আমির খান জানিয়েছিলেন, ভারতে যে ভাবে অসহিষ্ণুতা বৃদ্ধি পাচ্ছে তাঁর তৎকালীন স্ত্রী কিরণ রাও ভারত ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি এও দাবি করেন, ভারত আর নিরাপদ বলে মনে করছে না তাঁরা। তাঁদের এই বক্তব্য নিয়ে তুমুল ঝড় উঠেছিল। আমিরের মন্তব্যের বিরোধিতা করে কার্যত সামাজিক বয়কটও করা হয় তাঁকে।
গত বছর সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, "কিছু পার্টি ও প্রতিষ্ঠান বিদেশে গিয়ে ভারতকে নিচু দেখানোর প্রতিষ্ঠা চালাচ্ছে। তারা এও প্রমাণ করার চেষ্টা করছে ভারত নাকি সংখ্যালঘুদের জন্য আর নিরাপদ নয়।" ভারতের অন্যতম সংখ্যালঘু অভিনেতা জন আব্রাহামও কি তাই মনে করেন? প্রশ্ন করা হয়েছিল তাঁকে। কী বললেন তিনি?
জনের কথায়, "আমি নিজে সংখ্যালঘু। আমার মা মালয়ালি খ্রিস্টান। আমার মা ইরানের জরাথুস্ট্রবাদী। এই দেশে আমি অনিরাপদে আছি, এমনটা কখনও আমার মনে হয়নি। আমি আমার দেশকে ভালবাসি। ভারতবাসী হিসেবেও আমি বেশ গর্বিত। আর তা ছাড়া পারসিদের সঙ্গে বোধহয় কারও কোনও সমস্যা থাকার কথা নয়। যেখানেই যাই, সেখানেই ভারতের জাতীয় পতাকা বহন করে নিয়ে যাই আমি।"
এই মুহূর্তে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবি 'দ্য ডিপ্লোম্যাট'-এ দেখা যাচ্ছে জন আব্রাহামকে। ছবিটি পরিচালনা করেছেন 'নাম শাবানা'র পরিচালক শিবম নায়ার। উজমা আহামেদ নামক এক ভারতীয়কে নিয়ে এই ছবি। মধুচক্রের শিকার হয়ে তাঁকে পাকিস্তান চলে যেতে হয়। বন্দুক দেখিয়ে তাঁকে বিয়ে করতে বাধ্য করা হয়। শেষমেশ কীভাবে তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয় তা নিয়েই এই ছবি।