শেষ আপডেট: 15th April 2025 16:42
দ্য ওয়াল ব্যুরো: ইঙ্গিত মিলেছিল আগেই। অবশেষে পয়লা বৈশাখের দিনেই মিলল খুশির খবর। নতুন পথচলা শুরু করলেন যিশু সেনগুপ্ত। তাঁর সফরসঙ্গী অভিনেতা সৌরভ দাস। দু'জনে মিলে এক প্রযোজনা সংস্থা খুলেছেন যিশু-সৌরভ। নাম দিয়েছেন,'হোয়াই সো সিরিয়াস'। এর আগেও প্রযোজনা সংস্থা ছিল যিশুর। প্রাক্তন স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে যৌথভাবে সেই প্রযোজনা সংস্থার অধিকারী ছিলেন তিনি। খবর, বিচ্ছেদের পর সেই প্রযোজনা সংস্থার মালিকানা দাবি করেননি যিশু।
নতুন প্রযোজনা সংস্থা সম্পর্কে যিশু বলেন, "সৌরভই প্রস্তাব দেয়। দুজন অভিনেতা এক জায়গায় এলে ফ্রিকশন তৈরি হতে পারে। কোথায় সমস্যা হতে পারে তা নিয়ে আলোচনা করেছি বিস্তর। সৌরভ স্পষ্ট জানে ও জীবন থেকে কি চায়। আমাদের লক্ষ্য এক, তবে পদ্ধতি আলাদা।"
হঠাৎ কেন প্রযোজনা সংস্থার নাম 'হোয়াই সো সিরিয়াস' রাখতে গেলেন তাঁরা? এরও ব্যাখ্যা দিয়েছেন যিশু। তিনি জানান, তাঁদের দু'জনেরই প্রিয় চরিত্র ব্যাটম্যানের জোকার। প্রথমে ঠিক করেছিলেন নাম রাখবেন 'জোকার'। পরে যদিও জোকারের প্রিয় সংলাপ 'হোয়াই সো সিরিয়াস' রেখে দেন তাঁরা।
নতুন কিছু যে হতে চলেছে সে আভাস বিগত বেশ কিছু দিন ধরেই নিজেদের সামাজিক মাধ্যমে দিচ্ছিলেন দুই অভিনেতা। মাঝেমধ্যেই বলি-প্রযোজক মহেশ ভাটের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যাচ্ছিল তাঁদের। নতুন সংস্থার নতুন কাজে কি মহেশ ভাট থাকছেন? দ্য ওয়ালকে সৌরভ বলেন, "প্রথম কাজটিতে মহেশ ভাট আছেন। তবে পরিচালক হিসেবে নাকি ক্রিয়েটিভ পরিচালক হিসেবে থাকবেন নাকি অন্য ভূমিকায় তাঁকে দেখা যাবে তাঁকে, তা এখনই জানাতে চাই না।" যিশুকে নিজের ছেলের মতো ভালবাসেন মহেশ ভাট। তাঁর নতুন কাজে তিনি যে পাশে আছেন, তা জানাতেও ভোলেননি মহেশ। তাঁর কথায়, "যিশু সেনগুপ্তের মতো অভিনেতা খুব কম আছে। এ রকম প্রতিভা কম দেখা যায়। তাই যিশুর কাজে আমি অবশ্যই থাকব।" প্রযোজনা সংস্থার ইচ্ছে সম্ভাবনাময় নতুনদের কাজ দেওয়া। স্বপ্নপূরণের পথে সৌরভ-যিশু। আগামী দিনে তাঁদের এই স্বপ্ন কীভাবে উড়াল নেয় এখন সেটাই দেখার।