শেষ আপডেট: 13th September 2024 18:34
দ্য ওয়াল ব্যুরো: প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই ফের বিয়ের পিঁড়িতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। নিমন্ত্রণ জানিয়েছেন নিজের স্ত্রীকেও। ভাবতে পারেন? আর স্বামীর এত বিয়ে নিয়ে খানিকটা বিরক্তও শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেন।
প্রথম স্ত্রী জিনিয়াকে ডিভোর্স না দিয়েই কেন বিয়ে করলেন অভিনেতা-পরিচালক? আর কেনই বা উপস্থিত থাকলেন না জিনিয়া? স্বামীর দ্বিতীয় বিয়ে নিজের চোখে দেখতে পারবেন না বলে?
গল্প এখানেই। পুজোয় উইন্ডোজ প্রযোজনা সংস্থার ব্যানারে আসছে নতুন ছবি 'বহুরূপী'। মুখ্য চরিত্রে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। নব্বইয়ের দশকের এক ব্যাঙ্ক ডাকাতি ও সেই অপরাধীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাঁর বিপরীতে রয়েছে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
আর এই ছবিরই প্রথম গান 'শিমুল পলাশ' প্রকাশ্যে এল শুক্রবার। যেখানে কৌশানীকে বিয়ে করতে দেখা যাবে শিবপ্রসাদকে। যা নিয়েই কথা বললেন অভিনেতার রিয়েল লাইফ স্ত্রী জিনিয়া।
গ্রাম বাংলার এই গানটি লিখেছেন, সুর দিয়েছেন ও একই সঙ্গে গেয়েছেন ননীচোরা দাস বাউল। তাঁর সঙ্গে গানটিতে সুর দিয়েছেন ও গেয়েছেন বনি চক্রবর্তী। গেয়েছেন শ্রেষ্ঠা দাসও।
কৌশানীর সঙ্গে প্রথম কাজ এটি। তাঁকেই বিয়ে করে কেমন লাগল? লাজুক অভিনেতা জানান, প্রথম কাজ তাই একটু খুঁতখুঁত করছিলেন। কাজ ঠিক মনে ধরছিল না তাঁর। বলেন, 'আমাকে শুধু মারতে বাকি রেখেছেন পরিচালক নন্দিতা রায়। কিছুতেই প্রেমের দৃশ্য সাবলীল হচ্ছিল না। আর জিনিয়া সেকারণেই আসেনি সেটে। সবাই মজা করে পরিবেশ সহজ করার চেষ্টা করছিল।'
কৌশানীকে ক্রেডিট দিয়ে অভিনেতা বলেন, গানের লাইন, নন্দিতা রায়ের ভোকাল টনিক আর কৌশানীর চেষ্টা বিষয়টাকে সহজ করে তোলে।
ছবিতে সিঁদুর পরানো নিয়েও কথা বলেন অভিনেতা। জানান, কৌশানী সিঁদুর পরাননি তিনি। আগে থেকেই সিঁদুর পরানো ছিল। যেটা জানতেন জিনিয়া। খুনসুটির স্বরে শেষে জিনিয়ার টিপ্পনি, স্বামী বছরে ৩-৪টে বিয়ে করলে, এবার তিনিও করবেন। ছাড়বেন কেন?