শেষ আপডেট: 5th July 2023 12:24
অংশুমান প্রত্যুষের 'বাবুসোনা' ছবির পর আবারও জিতু কামাল-শ্রাবন্তী চট্টোপাধ্যায় জুটি বাঁধতে চলেছেন। তবে এবারে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। তাঁর পরিচালিত 'আমি আমার মতো' ছবিতে এই জুটিকে দেখা যাবে। এসকে মুভিজ প্রযোজিত এই ছবির সম্প্রতি শুভ মহরত হয়ে গেল। মহরতে হাজির ছিলেন জিতু কামাল, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত ,প্রযোজক অশোক ধানুকা প্রমুখ।
'অপরাজিত' ছবির পর টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা এখন জিতু। একের পর এক ছবিতে তিনি জমিয়ে কাজ করে চলেছেন। এই ছবির কাহিনি চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌগত বসু।
বাবা ও ছেলেকে কেন্দ্র করে ছবির গল্প আবর্তিত। মাত্র ছ'মাস হল বিপত্নীক হয়েছেন রসিকলাল। একমাত্র ছেলে উপল চার বছর ধরে বিদেশে আইটি সেক্টরে কর্মরত। মায়ের শেষকৃত্য সে আসতে পারে নি। ভিডিও কলের মাধ্যমেই উপলের সঙ্গে রসিক লালের কথাবার্তা হয়েছে।
ঘটনাচক্রে বিপত্নীক রসিক লাল তাঁর স্ত্রীর এক বহুমূল্য জিনিসের সন্ধানে হঠাৎই লন্ডন শহরে পাড়ি দেন। বিদেশে গিয়ে রসিকলাল দেখেন যে সায়নী নামে একটি মেয়ের সঙ্গে উপল লিভ ইন করে। স্বাভাবিকভাবেই ছেলের চিন্তা ভাবনা, নীতি, আদর্শ মন থেকে কিছুতেই প্রাচীন পন্থী রশিক লাল মেনে নিতে পারেন না। ফলে দুই প্রজন্মের মধ্যে মূল্যবোধের প্রবল দ্বন্দ্বের সৃষ্টি হয়। কিভাবে বাবা ও ছেলের সেই দূরত্ব মেটে সেটাই ছবিতে দেখার। এই মুহূর্তে এর থেকে বেশি ছবির গল্প প্রকাশ্যে আনতে চান না প্রযোজনা সংস্থা।
উপলের চরিত্রে জিতু কামাল এবং তার বান্ধবী সায়নী র ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রসিকলালের ভূমিকায় অভিনয়ে রয়েছেন রজতাভ দত্ত।
কিছুদিন আগেই লন্ডন থেকে শ্যুটিং করে ফিরেছেন জিতু। অন্যদিকে আবার শ্রাবন্তীও কিছুদিন আগে 'সাদা রঙের পৃথিবী' নামে এক ছবির কাজ শেষ করেছেন।
ছবির প্রযোজক অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা।৬ জুলাই থেকে লন্ডনে এই ছবির শ্যুটিং শুরু হবে।