শেষ আপডেট: 13th February 2025 19:20
দ্য ওয়াল ব্যুরো: আজ 'কিস ডে'। ফলে চুম্বন দিবসে আবারও শিরোনামে উঠে এলেন উদিত নারায়ণ। সম্প্রতি মঞ্চে গান গাওয়ার সময় এক তরুণীকে ঠোঁটে চুম্বন করে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। বর্ষীয়াণ গায়ক এই অপ্রত্যাশিত আচরণের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। নেটপাড়ায় চলছে তীব্র নিন্দার ঝড়। অনেকেই গায়ককে তাঁর বয়স এবং ভারতের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন।
এমন পরিস্থিতিতেই চুম্বন দিবস উপলক্ষে উদিত নারায়ণকে স্মরণ করলেন অভিনেতা জীতু কমল। বর্ষীয়াণ শিল্পীর ছবি শেয়ার করে, জীতু কমল ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি কিস ডে’। এই পোস্টটিই মুহূর্তের মধ্যে নেটপাড়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই রসিকতা করে পোস্টে মন্তব্য করেছেন, কেউ আবার ইমরান হাসমির ‘চুম্বন লেজেন্ড’ বলে মন্তব্য করেছেন। অন্যরা আবার জীতুকে প্রশংসা করেছেন, মনে করছেন, চুম্বন দিবসের জন্য একেবারে উপযুক্ত পোস্ট। কেউ কেউ আবার বিষয়টাকে একেবারেই ঠিক চোখে দেখেননি।
আসলে কী হয়েছিল?
বিষয়টি কী? ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে গান গাইছেন উদিত নারায়ণ। সেই সময় ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তিনি যখন সেলফি তোলার জন্য ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন, তখন এক মহিলা ভক্তের ঠোঁটে চুম্বন করে বসেন। তরুণী কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন, এবং এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। পরে আরেকটি ভিডিওও সামনে আসে যেখানে একই ঘটনা ঘটে। শোনা যায়, অতীতে উদিত নারায়ণ মঞ্চে পারফর্ম করার সময় অলকা ইয়াগনিক এবং শ্রেয়া ঘোষালকেও এমনভাবে চুম্বন করেছিলেন, যা বর্তমানে নেটপাড়ায় আলোচনা চলছে।
এখন চুম্বন দিবসে জীতু কমল মজার ছলে উদিত নারায়ণের ছবির সঙ্গে এই রসিকতা করেছেন। বর্তমানে ‘তোমাকে ভালবাসি’ ধারাবাহিকে অভিনয় করছেন জীতু, যেখানে তাঁর সঙ্গী দিতিপ্রিয়া রায়। তাঁদের অসমবয়সি প্রেমের গল্প ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।