শেষ আপডেট: 9th April 2025 13:46
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে হিন্দি ওয়েব সিরিজ 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'। এই সিরিজের বিশেষ আকর্ষণ ছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় মুখ—জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একসঙ্গে পর্দায় হাজির হওয়া। এটাই তাঁদের প্রথমবার একসঙ্গে কাজ, তবে জিৎ জানালেন—পর্দায় প্রথম হলেও, তাঁদের সম্পর্ক বহুদিনের।
প্রসেনজিতের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে জিৎ বলেন, “অনেকদিন ধরেই আমরা একে অপরকে চিনি। একসঙ্গে বহু ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজে অংশ নিয়েছি, আড্ডাও হয়েছে বহুবার। তাই কাজের পরিবেশটাও স্বাভাবিক ছিল। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সবসময়ই ছিল।” তিনি আরও বলেন, “যখন সিরিজের শ্যুটিং চলছিল, তখন একবারের জন্যও মনে হয়নি আমরা প্রথমবার একসঙ্গে পর্দায় আসছি।'
এই জুটি নিয়ে বাংলার দর্শকদের আবেগও চোখে পড়ার মতো, তা স্বীকার করে নিয়েছেন জিৎ নিজেও। তাঁর কথায়, “এই জুটি দেখে গর্বিত বাংলার মানুষ। আমাদেরও ভাল লাগছে যে হিন্দি প্ল্যাটফর্মে আমরা বাংলার প্রতিনিধিত্ব করতে পারছি।” তবে জিৎ মনে করিয়ে দেন, শুধুমাত্র দুই তারকার উপস্থিতিই সিরিজটিকে হিট করেনি। তাঁর মতে, শুরুতেই হয়তো কাস্টিং নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল, কিন্তু সিরিজ সফল হয়েছে মূলত কনটেন্টের জন্য। মানুষ গল্পটা পছন্দ করেছে বলেই সিরিজটা হিট।
'খাকি' শুধু দুই তারকার মিলনই নয়, জিতের জীবনে নতুন অধ্যায়ও। এটাই তাঁর প্রথম হিন্দি প্রজেক্ট ও ওটিটি ডেবিউ। জিৎ বলেন, “অনেক বছর ধরেই হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছে ছিল। আমি হিন্দিতে স্বচ্ছন্দ, সেটা অনেকেই জানেন না। বরং আমার কাছে বাংলায় কাজ করাই বেশি চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি হিন্দিতেই ভাবি।”
বর্তমানে হিন্দি কনটেন্টে যখন টানাপোড়েন চলছে, তখন বাংলা-হিন্দির মিশেলে তৈরি এই সিরিজ দর্শকদের মন জয় করেছে। ভবিষ্যতের দিক নির্দেশও যেন এখানেই। এই প্রসঙ্গে জিৎ বলেন, “সীমান্তগুলো এখন ধীরে ধীরে মুছে যাচ্ছে। ওটিটির দৌলতে এখন সব ইন্ডাস্ট্রি একে অপরের কাছাকাছি আসছে। এটা ইতিবাচক দিক।”সার্বিকভাবে বললে, 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার' কেবল একটি সিরিজ নয়। বরং বাংলা ও হিন্দি বিনোদন জগতের মধ্যে একটি সেতুবন্ধন।