শেষ আপডেট: 23rd October 2024 15:50
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে কান পাতলেই বিচ্ছেদের গুঞ্জন। ডিভোর্স হতে চলেছে নাকি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাইয়ের। বহুদিন হয়ে গেল তাঁরা নাকি আলাদা থাকেন। তবে প্রকাশ্যে তারকাজুটির কেউই সিলমোহর দেননি বিবাহবিচ্ছেদের গুজবে। তবে যা রটে, তার কিছু তো বটে! বিচ্ছেদের গুঞ্জনের মাঝে হঠাৎই মুখ খোলেন জয়া বচ্চন।
ঐশ্বর্যা রাই বচ্চন ও জয়া বচ্চনের মধ্যে সম্পর্কের সমীকরণ ঠিক কেমন, তা নিয়ে কম বেশি কৌতূহল বর্তমান সকলের মনেই। ঐশ্বর্যার সঙ্গে শোনা যায় তাঁর সম্পর্ক নাকি মোটেও সুখকর নয়। তাহলে কী বিচ্ছেদের পিছনে হাত জয়ারই? নেটিজেনদের মধ্যে উঠছে অনেক প্রশ্ন।
ক্যামেরার সামনে বেশিরভাগ সময়ই তাঁদের একাধিকবার কাছাকাছি বসে, স্নেহের সঙ্গে কথা বলতে দেখা যায়। অ্যাওয়ার্ড শো হোক বা কোনও সাক্ষাৎকার, এমনকি কোনও পারিবারিক অনুষ্ঠানেও তাঁদের দেখা যায় মিলেমিশে থাকতে। তবে সোশ্যাল মিডিয়ায় রটেছে অন্য গুজব। বলা হচ্ছে, ঐশ্বর্যার জন্যই নাকি ছেলের সঙ্গে বেড়েছে জয়ার দূরত্ব বেড়েছে। তাই খুব একটা পছন্দ করেন না ঐশ্বর্যাকে।
বিচ্ছেদের গুঞ্জনের মাঝে এবার মুখ খুললেন জয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে, তাঁর কাছে প্রিয় হল মেয়ে শ্বেতা বচ্চন। বিয়ের পরে অভিষেকের মধ্যে বিরাট কোনও পরিবর্তন লক্ষ্য করেননি তিনি। আগেও ছেলে হিসেবে যেমন ছিলেন অভিষেক। বিয়ের পরেও তেমনই আছে।
তবে এর আগে একাধিকবার জয়াকে বলতে শোনা গিয়েছে তাঁর কাছে সবচেয়ে প্রিয় অভিষেক। হঠাৎ কেন এই ভোল বদল! সেই নিয়েও উঠছে প্রশ্ন। তাহলে কি বউমার জন্যই পালটে গেল জয়ার এই মন্তব্য? সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রশ্নের মুখে জয়া।
সেই সাক্ষাৎকারে ঐশ্বর্যাকে নিয়ে প্রশ্ন করা হলে, তিনি নিজেই বলেন, 'আমার বউমাকে একটা সময় আমি চোখে হারাতাম। এখনও সেই ভালবাসাই আছে। কোনও কমতি নেই এতে। বাড়ির সকলে মিলে মিশেই থাকা হয়।' তবে বলিউড সূত্রে খবর, অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির সময় থেকেই ঐশ্বর্য রাই বচ্চনকে নাকি বেজায় অপছন্দের তালিকায় ফেলে দিয়েছিলেন বচ্চন পরিবার।