শেষ আপডেট: 23rd February 2024 15:33
দ্য ওয়াল ব্যুরো: বচ্চন-নাতনি নভ্যা নন্দার ভিডিও পডকাস্টের নতুন এপিসোড মুক্তি পেয়েছে। সেখানে গেস্ট হিসেবে তাঁর মা শ্বেতা নন্দা, ও দিদা জয়া বচ্চনের সঙ্গে যোগ দিয়েছিল অগস্ত নন্দা। সম্প্রতি বচ্চন নাতি অগস্তর বলিউডে অভিষেক হয়েছে। নেটফ্লিক্সে জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস' সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার বোন নভ্যার পডকাস্টে এলেন।
নতুন এপিসোডে সমাজের নানান স্টিরিওটাইপ ও নারীর প্রতি সমাজের ভাবনা নিয়ে কথা বলা হচ্ছিল। সেখানে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন নিজের জীবনের এক অভিজ্ঞতার কথা জানান। বলেন, 'আমাদের সময় কলেজে কিছু কোর্স ছিল যেগুলো শুধু ছেলেদের জন্য ছিল, আবার মেয়েদের জন্য আলাদা কিছু কোর্স ছিল। সেই সময় যদি কোনও ছেলেকে সরিয়ে কোনও মেয়ে ড্রাইভ করত, তাহলে সেটা খারাপ চোখে দেখা হত। অন্তত আজকের দুনিয়াটা আগের মতো নেই, মানসিকতা অনেকটা এগিয়েছে।'
তিনি আরও জানান, তাঁর ইচ্ছে ছিল ভারতীয় সেনায় যোগ দেবেন। বলেন, 'আমার মনে আছে একটা সময় ছিল যখন আমি ভারতীয় সেনায় যোগ দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কারণ তখন সেনাবাহিনীতে মহিলাদের কেবল নার্স হিসেবেই নেওয়া হত, সেনা হিসেবে না।'
কথার পরিপ্রেক্ষিতে অগস্ত বলেন, 'আমি ছোট থেকে এমন মহিলাদের আমার পাশে পেয়েছি যাঁদের নিজেদের মতামত আছে। নিজের জীবনটা তাঁরা নিজেদের শর্তে বেঁচেছেন। আমার বড় হওয়াটা সে কারণেই অন্য ধরনের পরিবেশে হয়েছে। তাই আমার চিন্তাভাবনাও আলাদা।'
জয়া বচ্চন অনেক ছোট বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। প্রাপ্তবয়স্ক হওয়ার পর ১৯৭১ সালে 'গুড্ডি' ছবিতে দেখা যায় অভিনেত্রীকে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। হিন্দি কমার্শিয়াল ছবিতে এক উজ্জ্বল তারকা জয়া বচ্চন। ২০২৩ এ 'রকি অর রানি কী প্রেম কাহানি' ছবিতে জয়া বচ্চনকে শেষ দেখা যায়।