শেষ আপডেট: 13th November 2024 16:42
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের শুরু থেকেই অভিষেক বচ্চন আর ঐশ্বর্যা রাইকে নিয়ে জল্পনা তুঙ্গে। মুম্বইয়ে কান পাতলেই শোনা যাচ্ছে ডিভোর্স নাকি পাকা। এবার এই বিচ্ছেদর পিছনে কখনও উঠে আসছে সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসার খবর, তো কখনও আবার শ্বশুরবাড়ির সঙ্গে রাই সুন্দরীর বনিবনা না হওয়ার খবর। বলিউড সূত্র খবর, শাশুড়ি মা জয়া বচ্চনের সঙ্গে মোটেই বনিবনা হয় না ঐশ্বর্যার।
তাহলে কী এটাই বিচ্ছেদের পথ বেছে নেওয়ার একমাত্র কারণ? নেটিজেনের মুখে এই একটাই প্রশ্ন। সোশ্যাল মিডিয়াও ছেয়ে গিয়েছে এই প্রশ্নে। এরই মাঝে বিচ্ছেদের প্রসঙ্গে অভিষেক বলেন, 'আমার আর কিছুই বলার নেই। দুর্ভাগ্যবশত, পরিস্থিতি অনেকটাই আয়ত্তের বাইরে চলে গিয়েছে। আমি বুঝতে পারি আপনারা এটা কেন করেন। আপনাদের পাতা ভরাতে হয়। তারকা হওয়ার অঙ্গ এটা, আমাদের এগুলোর সঙ্গে বোঝাপড়া করে নিতে হয়।'
এই বিতর্কের মাঝেই ভাইরাল জয়ার একটি সাক্ষাত্কার। তা দেখে হতবাক নেটাগরিক। ভিডিওতে দেখা যাচ্ছে, বৌমা ঐশ্বর্যার প্রশংসায় পঞ্চমুখ জয়া। আরাধ্যা জন্মানোর পর থেকে একা হাতে একরত্তি মেয়ে এবং কাজ দুটো যেভাবে সামলেছেন নায়িকা তাই সত্যিই মুগ্ধ নায়িকার শাশুড়ি। এনিয়ে অনেক কথাও বললেন সাক্ষাৎকারে।
জয়া বলেন, 'মেয়ে হওয়ার পর কোনও ন্যানি রাখেননি ঐশ্বর্যা। আরাধ্যার সব কাজ নিজে হাতেই সামলে নিত সে। অনেক ছোট বয়স থেকেই আরাধ্যাকে নিয়ে দেশে বিদেশে কাজের জন্য গিয়েছে। কখনও বুঝতেই দেয়নি ওর কষ্ট হচ্ছে। আমি সব সময় বলি ওঁর মতো মা হয় না। মনে করি আরাধ্যা অনেক ভাগ্য করে ঐশ্বর্যার মতো একজন মা পেয়েছে।'
ঐশ্বর্যার কথা বলতে গিয়ে জয়া বলেন, 'আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি ঐশ্বর্যার ওজন বেড়ে যাওয়া নিয়ে অনেকে অনেক পোস্ট করেছিলেন। কিন্তু ও যেভাবে মেয়ে এবং নিজের কাজ দুই সামলেছে তা প্রশংসনীয়। এতে মা যে নিজের শরীরের খেয়াল রাখার সময় পাবেন না, সেটাই স্বাভাবিক।'
এত আলোচনা সমালোচনার মধ্যে এই ভিডিওটি প্রচুর সংখ্যক নেটিজেনের নজর কেড়েছে। ভিডিওটিকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। তবে কি বিচ্ছেদের পেছনের আসল কারণ অন্য? সে সব নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে।