ঐশ্বর্যার অতীত নিয়ে বক্তব্যে রেগে গিয়েছিলেন জয়া
শেষ আপডেট: 7th April 2025 19:09
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ছবিতে পরিবারের গল্পের একটা বিশেষ গুরুত্ব আছে। পারিবারিক ছবিতে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক নিয়ে নানা মিষ্টি ছবি হয়েছে। সেগুলোর মধ্যে একটা হল ‘কভি খুশি কভি গম’। সেই ছবির শ্যুটিং চলাকালীন পর্দার মা-ছেলে থেকে বাস্তবেও জয়া বচ্চন (Jaya Bachchan) এবং শাহরুখ খানের (Shah Rukh Khan) মধ্যে একটা মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে।
দুই পরিবারের মধ্যেও যথেষ্ট হৃদ্যতা রয়েছে। অনেকেই জানেন না এই মা-ছেলের সম্পর্ক এতটাই মধুর যে শাহরুখের ছোট ছেলে অ্যাব্রামের কাছে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) তার আদরের ‘দাদাজি’। এহেন সুসম্পর্কের পরও হঠাৎ কী হল যে শাহরুখের ওপর এতটা রেগে গেছিলেন জয়া বচ্চন?
২০০৮ সালের ঘটনা। ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে সলমন খানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন শাহরুখ খান। সূত্রের খবর অনুযায়ী, তর্কাতর্কির মাঝে সেই সময়ই সলমন খানের এককালীন প্রেমিকা ঐশ্বর্যা রাই (Aishwariya Rai Bachchan) প্রসঙ্গে কিছু কথা বলেন শাহরুখ। বৌমাকে নিয়ে বলা কথাগুলো নিয়ে শাহরুখের ওপর যথেষ্ট বিরক্ত হয়েছিলেন জয়া।
পরবর্তীকালে এক সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেন, শাহরুখ যদি তাঁর বাড়িতে আসতেন তখন, নিজের ছেলে হলে যা করতেন, সেভাবেই চড় মেরে শাসন করতেন তাঁকে।
পরে অবশ্য সব ঠিক হয়েও যায়। অভিষেক (Abhishek Bachchan) নিজের ছবি ‘দ্রোণা’র প্রিমিয়ারে শাহরুখকে নিমন্ত্রণ জানান। সেই নিমন্ত্রণ খুশি হয়েই গ্রহণ করেছিলেন শাহরুখ। প্রসঙ্গত, ২০০৭ সালেই জয়া-অমিতাভের ছেলে অভিষেকের সঙ্গে বিয়ে হয় ঐশ্বর্যা রাইয়ের।
বলিউডে নানা সম্পর্ক ভাঙে, গড়ে। কিছু সম্পর্ক থেকেও যায়। জয়া-শাহরুখের সম্পর্কও তেমন। মাঝে মধ্যে তিক্ততা আসতেই পারে সম্পর্কের মধ্যে, তবে শাহরুখের সঙ্গে আত্মার টান অনুভব করেন জয়া। এটাই চিরন্তন।