শেষ আপডেট: 2nd February 2024 17:59
দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছু বছর ধরেই অমিতাভ-নাতনি নভ্যা নন্দার একটা ইউটিউব চ্যানেল আছে। যেখানে উনি একটি ভিডিও পডকাস্ট করেন, যার নাম 'হোয়াট দ্য হেল নভ্যা'। সেখানে অতিথি হিসেবে থাকে তাঁর মা শ্বেতা নন্দা ও দিদা জয়া বচ্চন।
নানা ধরনের বিষয় নিয়ে এই শো-তে কথা হয়। মূলত মেয়েদের জীবনের নানান প্রতিকূলতা নিয়েই কথা হয় বেশি। জয়া এবং শ্বেতা নিজেদের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন বেশিরভাগ সময়। তাঁদের সঙ্গে কথা বলে নভ্যা, সঙ্গে তাঁর নিজের জীবনের কথাও শোনায়। তিনজন মহিলা, যারা তিনটে আলাদা যুগ থেকে এসেছেন, তাঁদের কাছে সময়ের সঙ্গে সঙ্গে জীবনের অর্থ কীভাবে বদলেছে, এটাই এই পডকাস্টের আসল বিষয়।
View this post on Instagram
বিষয়টা শুনতে গম্ভীর মনে হলেও আদতে ব্যাপারটা আদৌ তা নয়। বরং মজার ছলেই তিনজন মিলে গল্প করেন এই ভিডিও পডকাস্টে। গল্প করতে করতেই এবার জয়া বচ্চন একটা বেফাঁস কথা বলে ফেললেন! জানালেন, উনি ওনার ছেলে অভিষেকের থেকে বেশি ভালবাসেন তাঁর মেয়ে শ্বেতাকে। এটা শুনে সবাই বেশ একটু অবাকই হন। জয়া বচ্চনকে সবসময় স্পষ্টবক্তা হিসেবেই সবাই চেনেন। তবুও কোনও মায়ের মুখে সন্তানদের বিষয়ে এরকম পক্ষপাতিত্বমূলক কথা খুব কমই শোনা যায়।
View this post on Instagram
নভ্যা ও শ্বেতাকে অবাক হতে দেখে জয়া তাঁর বলা কথাটির ব্যাখ্যা করেন। জানান, উনি মনে করেন শ্বেতা তাঁর জোর। মেয়ে পাশে থাকলে অভিনেত্রীর নিজেকে একা মনে হয় না। তিনি মনে জোর পান। হয়তো শ্বেতা নিজেও একজন মেয়ে বলে মাকে বুঝতে পারেন। এ কথা শুনে বেশ খুশিই দেখায় জয়ার মেয়ে ও নাতনিকে!
View this post on Instagram
ভিডিও পডকাস্টে কথা হচ্ছিল বাড়িতে মায়েদের কাজ নিয়ে। তাঁদের কাজকে কতটা গুরুত্ব দেওয়া হয়, এই ছিল বিষয়। তখন শ্বেতা ও জয়া দুজনেই জানান, যে মায়েরা শুধুই বাড়িতে থাকেন এবং বাড়ির কাজ করেন তাঁদের নিয়ে কেউ কথা বলে না। এমন কী তাঁদের কাজকে গুরুত্বও দেয় না!
শ্বেতা আরও বলেন, যদি কোনও মহিলা একদিনের জন্য বাড়ির কাজ করা বন্ধ করে দেন, তখনই সবাই বুঝবে তাঁদের আসল গুরুত্ব। তার আগে নয়। দুজনের মতে, বাড়ির কাজ সামলানো আর ব্যবসা সামলানো একই জিনিস। সেখানেও সারা মাসের খরচ সামলানো থেকে শুরু করে বাড়ির কোন লোক কখন কী চায়, সবকিছুর খবর রাখতে হয়। এইসব নিয়ে আলোচনার মাঝেই জয়া বচ্চন জানান তার মেয়ের প্রতি তার ভরসার কথা। জানান মেয়েরাই মায়েদের পাশে থাকে।