শেষ আপডেট: 9th February 2024 15:34
দ্য ওয়াল ব্যুরো: 'ভূতপরী'-র প্রমোশনে শহরে এসেছিলেন জয়া আহসান। তিনি তাঁর নিজস্ব অভ্যাস মতোই 'ধরি মাছ না ছুঁই পানি' উত্তরেই সাক্ষাৎকার সারলেন। আড্ডায় ছিলেন দ্য ওয়ালের সোহিনী।
'ভূতপরী'-র ভূত কি ভয়ঙ্কর না ভালো?
না, ভালো ঠিক বলব না। ভূতকে তো ভয় পাবেই। তবে হ্যাঁ ভয় ছাড়াও অনেক ইমোশন আছে। সেটা...
সেটা কি এখন বলা যাবে না?
(হেসে) না, সেটা তো ক্রমশ প্রকাশ্য! তার জন্য দেখতে হবে 'ভূতপরী'।
জয়া আহসানের কোন ধরনের সিনেমা সবচেয়ে প্রিয়?
আমার সব ধরনের সিনেমা দেখতে ভালো লাগে। অ্যাকশন, অ্যানিমেশন সব ধরনের!
ড্রিম চরিত্র কী?
ড্রিম চরিত্র ওভাবে নেই। তবে হ্যাঁ, অ্যাকশন সিনেমায় অভিনয় করার ইচ্ছে আছে। ওইধরনের ছবি আমার দারুণ লাগে।
আর প্রিয় সহ-অভিনেতা?
বিশান্তক। মানে আমাদের 'ভূতপরি'-তে যে পুচকেটা আছে সে।
এটা তো তুমি গা বাঁচানো কথা বললে!
(হেসে) এই একদম না! পুচকেটার সঙ্গে কাজ করে সত্যিই অনেক কিছু শিখেছি। সবসময় এটা ওটা শিখিয়েই যাচ্ছিল আমায়। শিশুদের সঙ্গে কাজ করা একটা দারুণ এক্সপিরিয়েন্স।
View this post on Instagram
'অ্যানিম্যাল' ছবিটা যে বিপুল সাড়া পেয়েছে, তোমার কি মনে হয় যে মানুষের মধ্যে হিংস্রতা বেড়ে গেছে বলে লোকে ছবিটি দেখছে?
দেখো সব মানুষের মধ্যেই বন্য সত্তা আছে। আবার ভাল সত্তাও আছে। এবার কারোও মধ্যে থেকে যখন খারাপ দিকটা বেরিয়ে আসে তখন আমরা বলি লোকটা খারাপ। এবার কোন সত্তাটা আমরা দেখাব আর কোনটা অবদমন করে রাখব সেটাই আসল।
অ্যানিম্যাল দেখেছ?
না দেখিনি। আর যে ছবি দেখিনি সে ছবি নিয়ে মন্তব্য করব কী করে বলো!
আচ্ছা এবার আসি প্রেমে, ভ্যালেন্টাইন্স ডে-তে তোমার কী প্ল্যান?
প্ল্যান তো অনেকই ছিল, কিন্তু এখন দেখছি কিছুই হবে না। ওইদিনও কাজ করতে হবে।
View this post on Instagram
কাজও তো তোমার ভ্যালেন্টাইন, তাহলে?
হ্যাঁ ভ্যালেন্টাইন, কিন্তু সবসময় কি ভালো লাগে? ওইদিনটা একটু নিজের সঙ্গে থাকা, পার্কে হাঁটা, বন্ধুদের সঙ্গে বেরনো, এইগুলোও তো করতে ইচ্ছে করে। কিন্তু কিছুই হবে না।
তোমার কাছে প্রেম কী?
প্রেম আমার কাজ!
এটা তো সবাই বলে।
(হেসে) হ্যাঁ জানি খুবই হাস্যকর শোনাল কিন্তু এটাই সত্যি। (একটু ভেবে) আচ্ছা বলছি, প্রেম কী, প্রেম কী! কী করে বলব? আমার সঙ্গে তো কেউ প্রেম করতে চাইছে না!
সেকী! এটা কী করে সম্ভব?
আরে সত্যি। সময় কই? সময় নেই প্রেম নিয়ে ভাবার।
এটাও কিন্তু সবাই বলে।
ওমা! সত্যিই তো বলছি। সময় লাগে না? আরে কেউ কেন আমার সঙ্গে থাকবে? আমাকে তো তাকে সময় দিতে হবে। সেটা না দিলে কোনওদিনও কেউ থাকবে না। খুব বাজে এক্সপিরিয়েন্স এসব নিয়ে!
আজকালকার নতুন যেসব ছেলেমেয়েরা অভিনয় করতে চাইছে, তারা টেলিভিশনকে স্টেপিং স্টোন হিসেবে ব্যবহার করছে, এটা কি ঠিক উপায়?
একেবারেই ঠিক। সিরিয়াল একটা প্র্যাকটিস প্যাড। দেখো সব অভিনেতাদের ইচ্ছে থাকে যে সে বড় পর্দায় অভিনয় করবে। আমিও টেলিভিশন করেছি দশ বছর। আর আমার মনে হয় টেলিভিশন, থিয়েটার সব অভিনেতাদের করা উচিত। থিয়েটারের যে শৃঙ্খলা সেটা যদি কোনও অভিনেতা নিজের ভেতর আনতে পারে সেটাই তো আসল। আর সিরিয়ালে শেখা যায় কীভাবে কম সময়ের মধ্যে স্ক্রিপ্ট মুখস্ত করে অভিনয় করতে হয়। এই সবকিছু করেই তো একজন আর্টিস্ট গ্রো করে।
'ভূতপরী' নিয়ে পাঠকদের কী বলবে?
অনেক বছর পরে হলেও ছবিটি মুক্তি পাচ্ছে। সুরিন্দর ফিল্মস এই ছবিটির পাশে দাঁড়িয়েছে। কোয়েল মল্লিক নিজে এই ছবির সবকিছু নিজে দেখেছে। প্রতিটা ধাপে ও ছিল। এরকম একটা নারীকেন্দ্রিক ছবি নিয়ে যে ওঁরা ভেবেছেন সেটা খুব ভাল বিষয়। সবাই হলে ছবিটি দেখতে আসুন। অন্যরকম এক্সপিরিয়েন্স নিয়ে ফিরবেন।
৯ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সুরিন্দর ফিল্মস ও সৌকর্য ঘোষালের পরিচালনায় 'ভূতপরী'। যেখানে অভিনয় করছেন জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় সহ আরও অনেকে।