শেষ আপডেট: 19th January 2024 19:36
দ্য ওয়াল ব্যুরো: সবাই না হলেও ভূতকে কিছু মানুষ নাকি দেখতে পায়। ঠিক যেমন দেখতে পাচ্ছে 'ভূতপরি'তে ছোট্ট বিশান্তক।
মুক্তি পেল জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী অভিনীত 'ভূতপরি' সিনেমার ট্রেলার। সুরিন্দর ফিল্ম শীঘ্রই এই সিনেমাটি আনতে চলেছে বড় পর্দায়। ট্রেলার দেখেই দর্শকরা বুঝবেন এ ছবির গল্প আলাদা।
ভূতকে সবাই ভয় পায়, কিন্তু ভূতেরও যে মনে কষ্ট থাকে সেটা নিয়ে কতজন ভাবে? ট্রেলার দেখে গল্পের এইটুকু ছোঁয়া পাওয়া গেল। ট্রেলারে দেখা যায় ছোট্ট একটি ছেলেকে। যে একাই শুধু দেখতে পায় এই 'ভূতপরি' অর্থাৎ জয়া আহসানকে। কিন্তু সে ভূত হল কী করে? সেই রহস্য নিয়েই সিনেমার গল্প।
এর পরিচালক সৌকর্য ঘোষাল। উনি আগেও রক্তরহস্য, রেনবো জেলি সিনেমার মাধ্যমে দর্শকের মন কেড়েছেন। যে কোনও ভূতের সিনেমায় সাউন্ড এফেক্ট সবচেয়ে বেশি জরুরি বিষয়। সেইদিকটা দেখছেন নবারুণ বসু।
সিনেমাটি নিয়ে সৌকর্য বলেন, উনি চিরকালই 'গুপী গাইন বাঘা বাইনে'র ভূতের রাজার ভক্ত। তাই মানুষ আর ভূত এই দুই বিষয়ের মেলবন্ধন নিয়ে সিনেমা বানাতে ওনার বেশ ভালোই লেগেছে। তিনি আরও জানিয়েছেন, এই গল্পের প্রতিটি ভাঁজে থাকবে ট্যুইস্ট। যা দর্শককে অবাক করতে বাধ্য। এর আগে বাংলা ছবিতে এই ধরনের ভূতের সিনেমা হয়নি বলে দাবি করেছেন ছবির পরিচালক।
জয়া আহসান বলেন, 'এই সিনেমাটি শুধু ভূতের গল্প বলবে না। এতে আছে থ্রিলারও। একজন মহিলার মৃত্যুর রহস্য নিয়েই এই গল্প এগোবে। ক্রাইম-থ্রিলার এই সিনেমা সবার পছন্দ হবে'।
জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী ছাড়াও শান্তিলাল মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, বিশান্তক মুখোপাধ্যায় প্রমুখ অভিনেতাদের দেখা যাবে এই সিনেমায়। ৯ই ফেব্রুয়ারি মুক্তি পাবে এই সিনেমাটি।