শেষ আপডেট: 25th September 2023 14:14
দ্য ওয়াল ব্যুরো: প্রত্যাশা ছিলই, হলও তাই! বিশ্বজুড়ে হাজার কোটির ব্যবসা করে ফেলল শাহরুখ খানের 'জওয়ান' (Jawan Movie)। এখনও এক মাসও হয়নি ছবি মুক্তির। তারমধ্যেই 'জওয়ান'-এর নামের পাশে রেকর্ডের ছড়াছড়ি। সেইসঙ্গে শাহরুখ (Shah Rukh Khan) বুঝিয়ে দিলেন, ১০০, ২০০, ৫০০ কোটি নয় আগামীতে বলিউড ছবির বেঞ্চমার্ক ১০০০ কোটি!
প্রথম দিন থেকেই চালিয়ে খেলছে অ্যাটলি পরিচালিত এই ছবি। একের পর এক শো হাউজফুল। তখনই সিনেমা বিশেষজ্ঞরা আন্দাজ করে নিয়েছিলেন, 'জওয়ান' ঝড় সহজে থামার নয়। সেই আন্দাজ একেবারেই ঠিক তা প্রমাণ করলেন শাহরুখ-নয়নতারা-বিজয় সেতুপতি অভিনীত এই ছবি।
২০১৯ সালের পর শাহরুখ নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সিনেমার জগৎ থেকে। আগে একের পর এক ছবির ব্যর্থতা যেন এমন সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছিল কিং খানকে। অনেকেই ভেবে নিয়েছিলেন, শাহরুখ হয়তো সিনেমা থেকে সন্ন্যাস নিয়ে নিয়েছেন। কিন্তু তিনি তো 'বাদশা', 'হার কে জিতনে ওয়ালা' তিনি। তাই বলিউডের 'বাজিগর' ফিরলেন ২০২৩ সালের।
একসঙ্গে তিনটে ছবির ঘোষণা করলেন তিনি একই বছরে মুক্তি পাবে সেগুলি। পাঠান, জওয়ান ও ডাঙ্কি। এই তালিকার দু'টি ছবি ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে। বাকি শুধু ডাঙ্কি। বছরের শেষে প্রেক্ষাগৃহে আসবে রাজু হিরানি পরিচালিত এই ছবি।
পাঠান দিয়ে বলিউডে কামব্যাক করেছেন শাহরুখ। কামব্যাক বললে ভুল হবে, মেগা কামব্যাক ঘটেছে। বক্সঅফিসের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। তারপর 'জওয়ান'। এই ছবি ছিল শাহরুখের নিজের কাছে নিজের চ্যালেঞ্জ। পাঠানকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জ অনায়াসেই পার করে ফেলছেন বলিউড বাদশা। এখন অপেক্ষার আর কী কী রেকর্ড গড়ে 'জওয়ান'।
আরও পড়ুন: পাড়া কালচারের মেজাজ ফেরাবে ‘ফেলু মিত্তির লেন’, দেবজ্যোতি-শতাক্ষীর নতুন ছবি আসছে প্ল্যাটফর্ম ৮-এ