ফাইল চিত্র
শেষ আপডেট: 11th February 2025 15:53
দ্য ওয়াল ব্যুরো: রণবীর আল্লাবাদিয়ার নাম এখন বিতর্কের শীর্ষে। ইউটিউব এবং পডকাস্টের দুনিয়ায় ‘বিয়ার বাইসেপস’ হিসেবে খ্যাত এই তারকাকে ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। খবরের শিরোনামেও একের পর এক উঠে আসছে তাঁর নাম।
সম্প্রতি 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' শোয়ে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার ঝড় তুলেছেন তিনি। মা-বাবার সঙ্গে যৌনতা প্রসঙ্গ টেনে এনে ক্ষোভের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রণবীর। সমালোচনার চাপের মুখে শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, তবু হাজার হাজার ফলোয়ার হারিয়েছেন তিনি। এমনকি তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআরও। এর মধ্যেই কবি-গীতিকার জাভেদ আখতারের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি রসিকতা মধ্যে অশালীন ভাষা ব্যবহার নিয়ে কথা বলেছেন।
একটি শো-তে কমেডিয়ান সাপান ভার্মা, বিস্ব কল্যাণ রথ এবং শ্রীজা চতুর্বেদীর সঙ্গে কথা বলছিলেন আখতার। সেখানে বিস্ব জিজ্ঞেস করে, 'রসিকতা করার সময় আমরা প্রায়ই খারাপ ভাষা ব্যবহার করি, এতে মানুষ হাসে। এটা কি ঠিক?'
জবাবে আখতার বলেন, 'যেখানে খাবার একদম ফিকে হয়, তখন মানুষ সেই খাবার খাওয়ার সময় বেশি করে ঝাল খেয়ে নেয়। অশালীন কথা হল ভাষার সেই ঝাল। যদি আপনার ভাষা সুন্দর হয়, তবে ঝালের প্রয়োজন পড়বে না।'
শ্রীজা জিজ্ঞেস করেন, 'যেসব গানে খারাপ কথা থাকে, সেগুলো কি খারাপ?' আখতার বলেন, 'যদি কেউ এমন গান শুনে স্বস্তি পায়, তবে তাঁর ডাক্তার দেখানো উচিত। এটা ভাবাই ভয়ের।'
এদিকে রণবীরের ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শো-তে এক প্রতিযোগীকে জিজ্ঞেস করে, 'তুমি কি তোমার বাবা-মাকে প্রতিদিন অন্তরঙ্গ অবস্থায় দেখবে, নাকি একবার এতে অংশ নিয়ে সবসময় জন্য বন্ধ করবে?' এই মন্তব্যে অনেকেই ক্ষুব্ধ। এমন কনটেন্ট শিশুদের খারাপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকেই এই ধরনের শো বন্ধ করে দেওয়ার দাবি তুলেছেন।