শেষ আপডেট: 14th January 2025 19:39
দ্য ওয়াল ব্যুরো: অ্যামাজন প্রাইম শো 'পাতাললোক' এর দ্বিতীয় সিজনের প্রচার করছিলেন অভিনেতা জয়দীপ আহলওয়াত। হঠাৎই খবর পান বাবা আর নেই! প্রচার ছেড়ে ছুটে যান পরিবারের কাছে। তাঁর বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। অভিনেতা প্রায়ই বিভিন্ন সাক্ষাৎকারে বলতেন যে, তাঁর বাবা কীভাবে তাঁকে ইন্ডাস্ট্রিতে স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছেন।
অভিনেতা জয়দীপ আহলওয়াতের বাবা ১৩ জানুয়ারি সোমবার রাতে মারা গিয়েছেন। ঠিক সেই সময় তিনি তাঁর অ্যামাজন প্রাইম শো 'পাটাল লোক' এর দ্বিতীয় সিজনের প্রচার করছিলেন। অভিনেতার বাবার মৃত্যুর খবর একটি অফিসিয়াল বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে জয়দীপ আহলওয়াতের প্রিয় বাবা আমাদের মাঝে আর নেই। তিনি পরিবার ও ভালবাসার ঘেরাটোপে পরলোকে পাড়ি দিয়েছেন। এই কঠিন সময়ে জয়দীপ এবং তাঁর পরিবার একা থাকতে চান। তাঁদের জন্য যাঁরা প্রার্থনা করছেন ও সমর্থন করছেন। তাঁদের ধন্যবাদ।'