শেষ আপডেট: 16th September 2023 09:45
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই হিটের মুখ দেখেননি পরিচালক ইমতিয়াজ আলি। ‘জব উই মেট’, ‘রকস্টার’, ‘হাইওয়ে’র মতো ছবির পরিচালক ইমতিয়াজের বিগত কয়েক বছর বেশ খারাপই গিয়েছে। আর সেই কারণেই কি তিনি তাঁর সুপারহিট ছবির সিক্যুয়েল দিয়ে আবার কামব্যাক করতে চাইছেন? বলিউডের অন্দরে কান পাতলে এমনই খবর শোনা যাচ্ছে। সূত্রের খবর, খুব শিগগিরই আসতে চলেছে ‘জব উই মেট ২’ (Jab We Met 2)। আর এবারও পরিচালকের আসনে থাকতে পারেন ইমতিয়াজ আলিই।
তবে এখনও গোটা বিষয়টিই আলোচনার পর্যায়ে রয়েছে। তারা চাইছেন, ইমতিয়াজ আলিই এই ছবিটি পরিচালনা করুন। একইসঙ্গে প্রধান দুই চরিত্রেও শাহিদ কাপুর (Shahid Kapoor) ও করিনা কাপুর খানকেও (Kareena Kapoor Khan) চাইছেন প্রযোজকরা। তবে এখনও সরকারিভাবে কারও কাছেই কোনও প্রস্তাব যায়নি। তাই পরিচালক এবং অভিনেতারা কী করবেন, তা এখনও পরিষ্কার নয়।
উল্লেখ্য, এবছরের শুরুর দিকে যখন সিনেমাহলে আবার ‘জব উই মেট’ মুক্তি পেয়েছিল, তখন দর্শকরা আবার আদিত্য-গীতকে দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিলেন। এই উন্মাদনা দেখে শাহিদই সেইসময় সিক্যুয়েল তৈরির অনুরোধ জানান নির্মাতাদের। যদিও পরে অভিনেতা বলেন, “সিক্যুয়েলের মধ্যে যদি সেই দম থাকে, আমি আবার কাজ করতে চাই। কিন্তু দেখতে হবে জোর করে পার্ট ২ বানাতে গিয়ে যেন প্রথম ছবিটিকে নষ্ট না করা হয়। গল্প ও চিত্রনাট্য তেমন জোরদার হওয়া দরকার।”
শুধু তাই নয়, ‘গীত’ চরিত্রে করিনারও যে কোনও বিকল্প নেই, সে কথাও বলেছিলেন শাহিদ। অভিনেতা বলেন, “আমি জানিনা আদিত্য চরিত্রে আর কে অভিনয় করতে পারত, কিন্তু বাজি ধরে বলতে পারি, করিনার থেকে ভাল গীত চরিত্রে আর কেউ কাজ করতে পারত না। তাই সিক্যুয়েল বানানো হলেও যেন করিনাকে ভেবেই গল্প লেখা হয়।” উল্লেখ্য, ‘জব উই মেট’-এর সিক্যুয়েল হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে শাহিদ এবং করিনাই যদি কাজ করেন, তাহলে দর্শকদের উন্মাদনা কোন পর্যায়ে যাবে, তা কল্পনার অতীত।
অ্যাটলি কোনও প্রযোজকের থেকে ৩০ কোটি টাকাও পাননি, শাহরুখ দিয়েছিলেন ১০ গুণ বেশি