Latest News

সিদ্ধার্থ-কিয়ারার চারহাত এক, অবশেষে প্রকাশ্যে প্রথম ছবি

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে হয়ে গেল বলি তারকা সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) এবং কিয়ারা আডবানি (Kiara Advani)-র। ‘শেরশাহ’ জুটি এবার রিয়েল লাইফেও বিবাহিত দম্পতি হলেন। মঙ্গলবার দুপুরে জয়সলমেরের সূর্যগড় প্যালেসে চারহাত এক হয়েছে দু’জনের। সেখানে উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেছেন দুই পরিবার এবং আত্মীয়-স্বজনরা।

‘শেরশাহ’ করার সময় থেকেই দু’জনের প্রেমের গল্প শোনা যেত বলিউডে। তবে কেউই কখনও এ বিষয়ে মুখ খোলেননি। নিজেদের সম্পর্কের কথা এতদিন গোপনেই রেখেছিলেন। তবে ওই যে কথায় বলে, গোপন কথাটি রবে না গোপনে। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। শুধু সিড এবং কিয়ারার প্রেমের কথাই নয়, গত ডিসেম্বরে ফাঁস হয়ে যায় তাঁদের বিয়ের কথাও। প্রথমে জানা যায়, ৬ ফেব্রুয়ারি বিয়ে করবেন ‘সিয়ারা’ জুটি। তবে শেষ অবধি ৭ ফেব্রুয়ারি দু’জন গাঁটছড়া বাঁধলেন।

Siddharth Malhotra, Kiara Advani

এখনও অবধি দু’জনের বিয়ের কোনও ছবি প্রকাশ্যে আসেনি। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মীর সূত্রেই পাওয়া খবর অনুযায়ী, বিয়েতে সিদ্ধার্থ হালকা ধূসর রঙের শেরওয়ানি এবং কিয়ারা গোলাপি লেহেঙ্গা পরেছিলেন। তবে এসবই সত্যি নাকি সাজানো, তা জানা যাবে বিয়ের ছবি প্রকাশ্যে এলেই।

মঙ্গলেই সাত পাকে বাঁধা পড়ছেন সিড-কিয়ারা, প্রস্তুত ব্যান্ডপার্টি, এসেছে ঘোড়াও

You might also like