দ্য ওয়াল-এর তরফে খোঁজ নেওয়া হলে একতা জানিয়েছেন এখন প্রভাতবাবুর অবস্থা স্থিতিশীল।
প্রভাত রায়
শেষ আপডেট: 16 May 2025 17:46
দ্য ওয়াল ব্যুরো: বর্ষীয়ান পরিচালক দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রভাত রায় ডায়ালিসিস নিচ্ছিলেন নিয়ম মেনেই। সে দিন অর্থাৎ ১৫ মে হয়েছিল ডায়ালিসিস। বাড়ি ফেরার পর ফের অসুস্থ হলে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। গোটা পরিস্থিতিতে সামলাচ্ছিলেন মেয়ে একতা ভট্টাচার্য। আজ অর্থাৎ ১৬ মে, কেমন আছেন পরিচালক?
দ্য ওয়াল-এর তরফে খোঁজ নেওয়া হলে একতা জানিয়েছেন এখন প্রভাতবাবুর অবস্থা স্থিতিশীল। রক্তপরীক্ষার রিপোর্ট আসার কথা রয়েছে। একতা বলেছেন, ‘যত ক্ষণ না সেই রিপোর্ট আসছে। রক্তে সংক্রমণ কমলে, একটু স্বস্তি মিলবে। তারপর ওঁকে ছেড়ে দেওয়া হবে। যদি না কমে দিন দু’য়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে।’
বেশ কিছু দিন ধরেই কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন পরিচালক। ডায়ালিসিও চলছিল। তবে ক্রমে সুস্থতার দিকে এগচ্ছিলেন তিনি। হঠাৎই শারীরিক অবনতি। বুধবার রাতে অস্ত্রোপচারও হয়েছে তাঁর, জানা গিয়েছেন হাসপাতাল সূত্রে। বেড়েছে রক্তচাপও। হাসপাতাল সূত্রে আরও খবর, পামক্যাথে সংক্রমণ হয়েছে পরিচালকের। পাশে রয়েছেন ‘মেয়ে’ একতা ভট্টাচার্য।
কিছু বছর আগেই স্ত্রীকে হারিয়েছেন প্রভাত রায়। সন্তান নেই পরিচালকের। তাতে কী? এই কয়েকটা বছর ধরে তাঁকে আগলে রেখেছেন একতা ভট্টাচার্য। একতা পেশায় গ্রাফিক্স ডিজাইনার। প্রভাত রায়ের সঙ্গে তাঁর রক্তের সম্পর্ক না থাকলেও রয়েছে আত্মিক টান। এই কঠিন সময়ে ‘বাবি’কে আগলে রাখছেন একতা। রয়েছেন তাঁর পাশেই। বর্ষীয়ান পরিচালক দ্রুত সুস্থ হয়ে উঠুন, এমনটাই চাইছেন সকলে।