শেষ আপডেট: 29th July 2023 09:45
দ্য ওয়াল ব্যুরো: মাত্র এক সপ্তাহ আগে ২১ জুলাই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর অভিনীত 'বাওয়াল' ছবিটি (israel embassy not happy about bawal scene)। একই দিনে হলিউডের দুই বিশাল বাজেটের ছবি 'ওপেনহাইমার' এবং 'বার্বি' মুক্তির ফলে এই ছবি নিয়ে চর্চা সামান্য কম হলেও এখনও পর্যন্ত দর্শকদের থেকে মোটের উপর ভাল প্রতিক্রিয়াই পেয়েছে 'বাওয়াল'।
তবে মুক্তির আগেই এই ছবির ট্রেলারে দেখানো 'হলোকাস্ট'-এর দৃশ্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। ছবি মুক্তির পর সেই বিতর্ক যেন আরও কয়েক গুণ বেড়েছে।
ইজরায়েল দূতাবাস থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হলোকাস্টকে অত্যন্ত লঘু করে দেখানো হয়েছে। যাঁরা এর ভয়াবহতা সম্পর্কে জানেন না তাঁরা নিজেদের একটু শিক্ষিত করে নিতে পারেন। ইজরায়েলি দূতাবাস থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে অবহিত করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো হয়।
https://twitter.com/IsraelinIndia/status/1684878882145513472?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1684878882145513472%7Ctwgr%5Eb4e3e7ee62e34f4a7e4f9a171f75f7c1f6c26574%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fentertainment%2Fbollywood%2Fbawaal-over-bawaal-israeli-embassy-condemns-trivialization-of-holocaust-in-film-101690608316376.html
স্পষ্টতই এই বিজ্ঞপ্তিতে 'বাওয়াল' ছবির একাধিক দৃশ্যকেই নিশানা করা হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। ইজরায়েল রাষ্ট্রদূত নাওর গিলন একটি টুইটে লেখেন, 'এই ছবিতে হলোকাস্ট সংক্রান্ত একাধিক সংলাপ এবং বক্তব্য ঐতিহাসিক ঘটনার গুরুত্বকে খাটো করছে। যদিও ইহুদি হত্যার এই ঘটনাকে তাচ্ছিল্য করা উদ্দেশ্যপ্রণোদিত নয় বলেই আমার বিশ্বাস, তবে এই বিষয়ে আরও একটু সচেতন হয়ে ছবিটি বানানো উচিত ছিল।'
কিন্তু কী এমন আছে 'বাওয়াল' ছবিতে যার জেরে অসন্তুষ্ট ইজরায়েল দূতাবাস?
ছবিতে দেখানো হয়েছে ইউরোপ ট্যুরে গিয়ে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের চরিত্র ঘুরে বেড়াচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম শিকার অ্যানা ফ্রাঙ্কের বাড়িতে অথবা স্বপ্ন দৃশ্যে তাঁদের দেখা যাচ্ছে নাৎসি ক্যাম্পে বন্দি ইহুদিদের মতো পোশাকে। পাশাপাশি কিছু সংলাপে লোভী মানুষদেরও হিটলারের সঙ্গে তুলনা করা হয়েছে। সব মিলিয়ে কাঠগড়ায় চিত্রনাট্যকার নীতেশ তেওয়ারি সহ 'বাওয়াল' ছবির নির্মাতারা। এখন দেখার এই ছবির বিরুদ্ধে আরও বড় কোনও পদক্ষেপ নেওয়া হয় কিনা ইজরায়েল দূতাবাসের পক্ষ থেকে।
‘নাটু নাটু’ ম্যাজিক এবার আফ্রিকায়, আরআরআর ২-এর চিত্রনাট্য লেখা শুরু