Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Ishan Khattar

বলিউডে হিট নেই, তবু ভাগ্যবান ইশান খট্টরের হলিউডের দরজা খুলল

হলিউডে পা রাখতে চলেছেন ইশান।

বলিউডে হিট নেই, তবু ভাগ্যবান ইশান খট্টরের হলিউডের দরজা খুলল

শেষ আপডেট: 24 October 2023 11:01

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে মাত্র কয়েক বছর হল পা রেখেছেন অভিনেতা ঈশান খট্টর। তিনি যে শাহিদ কাপুরের তুতো ভাই এই পরিচয়টা এখনও ঘুরে বেড়ায় বলিপাড়ার অন্দরে। এর কারণ তিনি এখনও পর্যন্ত এমন কোনও সুপারহিট ছবির প্রধান মুখ হয়ে উঠতে পারেননি যার জেরে তাঁর স্বতন্ত্র পরিচিতি তৈরি হয়। তবে তাঁর অভিনীত ছবি বা সিরিজ হিট না হলেও সমালোচকদের কাছে ইশানের অভিনয় প্রশংসা পেয়েছে বারবার। পাশাপাশি শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক আছে এমন জল্পনাও কয়েক দিন আগে পর্যন্ত শোনা যেত বি টাউনে। 

এবার অভিনয়ের জেরেই বড় সুযোগ ইশানের সামনে। হলিউডে পা রাখতে চলেছেন ইশান। 'দ্য পারফেক্ট কাপল' নামের একটি ওয়েব সিরিজের মাধ্যমেই হলিউডের দরজা খুলল ইশানের সামনে। ছয় পর্বের এই সিরিজে ইশানের পাশাপাশি দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী নিকোল কিডম্যানকে। সম্ভবত আগামী বছর অর্থাৎ ২০২৪-এ নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজটি। 

হলিউডে অভিনয়ের সুযোগ, তার উপর প্রথম ছবিতেই নিকোল কিডম্যানের সঙ্গে অভিনয়ের সুযোগ। স্বাভাবিক ভাবেই প্রবল উচ্ছ্বসিত ইশান। বলিউডে যে তিনি সবে ছোট ছোট পা ফেলে এগোতে শুরু করেছেন এবং এখনও বলার মতো তেমন কোনও ছবি বা সিরিজ তাঁর ঝুলিতে নেই এ বিষয়ে অবগত ইশান। সেই কারণে উচ্ছ্বাসের পাশাপাশি তিনি কিছুটা সতর্কও বটে। 

ইশানের কথায়, 'সাধারণত অন্যান্য ভারতীয়দের বিদেশি ছবিতে যেমন ভাবে দেখানো হয় তার তুলনায় এই চরিত্রটা অনেকটাই আলাদা।' ইতিমধ্যেই ইস্ট কোস্টে এই ছবির বেশ কিছু অংশের শ্যুটিং সেরে ফেলেছেন অভিনেতা। প্রসঙ্গত, বলিউড থেকে হলিউডে পাড়ি দেওয়া অভিনেতা অভিনেত্রীদের সংখ্যা নেহাত কম নয়। তবে প্রিয়াঙ্কা, দীপিকা বা আলিয়াদের বলিউডে অনেকগুলো বছর একের পর এক হিট ছবি করার পরই মিলেছে হলিউডের সুযোগ। ইশান সেদিক থেকে সত্যিই ব্যতিক্রমী। 


ভিডিও স্টোরি