শেষ আপডেট: 30th January 2025 18:40
দ্য ওয়াল ব্যুরো: বলিউড বাদশা শাহরুখ খান। আর এই কিং খানের প্রাসাদ হল 'মন্নত'। মুম্বই ঘুরতে গিয়েছেন, অথচ মন্নতের সামনে দাঁড়িয়ে ছবি তোলেননি এমন ভক্ত খুঁজে পাওয়া কঠিন। মুম্বইয়ে আসা অনেকেই শাহরুখ খানের মন্নত বাড়িটি দেখতে যান। শাহরুখ এবং গৌরী প্রথম যে বাড়িটি কিনেছিলেন, তা কিন্তু মন্নত নয়, বরং কার্টার রোডের 'অমৃত'। বর্তমানে সেই বাড়িটি পুনঃনির্মাণের জন্য পরিকল্পনা চলছে।
স্কোয়্যার ফিট ইন্ডিয়া-র প্রতিষ্ঠাতা বরুণ সিং সম্প্রতি E Times-এর সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন, এই সম্পত্তি পুনঃনির্মাণে ১০ জন নির্মাতা আগ্রহী হয়েছেন। তিনি আরও জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে যাবে এবং শীঘ্রই জানা যাবে কারা এই কাজটি করবেন।
শাহরুখের প্রথম বাড়ি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা এবং প্রযোজক বিবেক ভাসওয়ানি বলেছেন, 'শাহরুখ আমার বাড়িতে থাকত যখন সে গৌরীকে বিয়ে করার আগে ছিল। পরে, তাঁরা আজিজ মির্জার মালিকানাধীন একটি খালি ফ্ল্যাটে চলে গিয়েছিল। তবে তারা ফিরে আসার পর সেই ফ্ল্যাটটি ছেড়ে দিতে হয়েছিল।'
আজিজ মির্জার ফ্ল্যাট ছেড়ে শাহরুখ এবং গৌরী যখন মাউন্টমেরির আসুদা কুট্টির একটি ছোট এক কামরার ফ্ল্যাটে চলে আসেন, তখন ভাড়ার জন্য তাদের পরিস্থিতি ছিল বেশ কষ্টসাধ্য। কিন্তু পরবর্তী সময়ে 'গুড্ডু' সিনেমার অফার পেয়ে, সেই সিনেমার আয় দিয়ে ৪০ লাখ টাকার বিনিময়ে শাহরুখ ওই ফ্ল্যাটটি কিনে ফেলেন।
বছর কয়েক পর, শাহরুখ মন্নত কিনেছিলেন, যা ছিল তাঁর কঠোর পরিশ্রমের ফল। মন্নত ছিল গৌরীকে দেওয়া শাহরুখের সবচেয়ে বড় উপহার। এ কথা নিজে মুখেই জানিয়েছেন গৌরী। তাছাড়া স্ত্রী হিসেবে নিজের হাতে গোটা বাড়িটিকে সাজিয়েছেন, তা আবার একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন কিং খান। বর্তমানে, তাঁরা গোটা পরিবার নিয়ে মন্নতেই রয়েছেন।