শেষ আপডেট: 6th January 2025 11:57
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বাদশা শাহরুখ খানকে এবার হরর-কমেডি ঘরানার সিনেমায় দেখা যেতে পারে। রোম্যান্টক হিরো থেকে সোজা দেখা গিয়েছে অ্যাকশন হিরো হিসেবে। এবার হরর কমেডিতে কিং খান নিজেকে কীভাবে পর্দার সামনে আনবেন, তা দেখার অপেক্ষা। খবর অনুযায়ী, তিনি ম্যাডক ফিল্মসের ক্রমবর্ধমান ইউনিভার্সে একটি গুরুত্বপূর্ণ ভিলেন চরিত্রে দেখা যেতে পারেন।
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’-এর ব্যাপক সাফল্যের পর ম্যাডক ফিল্মস ঘোষণা করেছে যে, তারা এই ঘরানায় আরও আটটি ছবি তৈরি করবে, যা ২০২৮ সালের মধ্যে মুক্তি পাবে।
শাহরুখ কি তবে ভিলেন চরিত্রে?
খবর অনুযায়ী, প্রযোজক দীনেশ ভিজান এবং তার টিম শাহরুখ খানের সঙ্গে একটি বিশেষ চরিত্র নিয়ে আলোচনা করছেন, যা এই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎকে নতুন দিশা দিতে পারে। কিং খানকে আগে একাধিক খলনায়ক বা ভিলেনের চরিত্রে দেখা গিয়েছে। এমনই জল্পনা শুরু হয়েছে যে, ‘স্ত্রী ৩’-তে কিং খানকে দেখা যেতে পারে। তবে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।
বলিপাড়া সূত্রে খবর, শাহরুখের চরিত্রটি এই হরর-কমেডি ইউনিভার্সের প্রতিটি ছবির সঙ্গে জুড়ে থাকবে। যদি তিনি এই প্রজেক্টে যুক্ত হন, তবে তা পুরো ফ্র্যাঞ্চাইজির মান অনেকটা বাড়িয়ে তুলতে পারে বলেই মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তাঁকে ২০২৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহাযুদ্ধ’ বা ‘দ্বিতীয় মহাযুদ্ধ’ সিনেমাগুলোর একটিতে দেখা যেতে পারে। তবে এখনও পর্যন্ত শাহরুখ খান বা ম্যাডক ফিল্মসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে ম্যাডক ফিল্মস আটটি সিনেমা মুক্তি পাবে। এর মধ্যে প্রথমটি হল ‘থামা’, যেখানে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা। ২০২৫ সালে আসবে ‘শক্তি শালিনী’, ২০২৬-এ মুক্তি পাবে ‘ভেড়িয়া ২’ ও ‘চামুণ্ডা’। ২০২৭ সালে দর্শকরা দেখতে পাবেন ‘স্ত্রী ৩’ ও ‘মহা মুঞ্জ্যা’। শেষ দু'টি বড় ছবি ‘মহাযুদ্ধ’ ও ‘দ্বিতীয় মহাযুদ্ধ’ দিয়ে ২০২৮ সালে।