শেষ আপডেট: 20th January 2024 16:32
দ্য ওয়াল ব্যুরো: 'কাটাপ্পা কো কিসনে মারা'র মতই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন রশ্মিকা মন্দনা ও বিজয় দেবেরাকোন্ডা বিয়ে কবে করছেন? এই নিয়ে এবার মুখ খুললেন বিজয় নিজেই।
বেশ অনেক বছর ধরে এই জুটি প্রেম করছে বলে ধারণা সূত্রের। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় দুজনের ঘুরতে যাওয়ার ছবি দেখা যায়। তবে একসঙ্গে কখনও ছবি পোস্ট করেন না ওনারা। দুজনের ছবির কায়দা দেখে একে একে দুই করে ওঁদের ভক্তগণ! কখনও ভিয়েতানাম কখনও বা অন্য কোনো জায়গা। তে সঠিক প্রমাণ যেন মেলেই না।
সূত্রের খবর অনুসারে দুজনেই জানিয়েছেন যে ওনারা এখন লিভ-ইন সম্পর্কে আছেন, আর সেটাতেই বেশি খুশি। বাগদান সারার কোনো সম্ভবনা নেই বললেই চলে। এইদিন 'লিগার'এর অভিনেতা বিজয়ও একই কথা জানালেন। জানালেন ওনারা এখন বিয়ে করতে চান না। যদি এমন কোনো কথা ছড়িয়েও থাকে, তা মিথ্যে।
সম্প্রতি বলিউডে 'লিগার' ছবি দিয়ে পা রেখেছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। অনন্যা পান্ডের বিপরীতে ছবিটি খুব একটা বক্স অফিসে জায়গা করতে পারেনি। তবে বিজয়ের ভক্তগণের সংখ্যা বেড়েছে। 'কফি উইথ করণ'এর শো-তেও ওনাকে দেখা যায়। সেখানেও করণ জোহার ওনার আর রশ্মিকার সম্পর্ক নিয়ে জিজ্ঞেস করায় উনি তেমন ভাবে উত্তর দেননি। তবে ওনাদের দুজনের হাবভাব থেকেই সকলে ভেবে নেয় যে দুজনের মধ্যে হয়তো কিছু চললেও চলতে পারে।
সম্প্রতি মুক্তি পেয়েছে রশ্মিকা মন্দনা অভিনীত 'অ্যানিম্যাল', যা বহুচর্চিত। এরপর ভিকি কৌশলের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন উনি। লক্ষ্মণ উতরেকার পরিচালনায় তাদের সিনেমার শুটিং শুরুও হয়ে গেছে। সিনেমাটির নাম, 'ছাবা'। রাজা ছত্রপতি শিবাজিকে নিয়ে এই সিনেমার গল্প। চলতি বছরের শেষে এটা মুক্তি পাবে।