শেষ আপডেট: 11th April 2025 20:21
দ্য ওয়াল ব্যুরো: কৌশানী মুখোপাধ্যায়ের কেরিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ ছবিটি মুক্তি পেয়েছে আজ অর্থাৎ শুক্রবার। গতকাল নিউটাউনের এক সিনেমাহলে সেই ছবির প্রিমিয়ার ছিল। হাজির ছিলেন টলিউডের প্রায় সকলেই। তবে যাকে দেখার প্রত্যাশা ছিল, দেখা মিলল না তাঁরই।
তিনি আর কেউ নন, কৌশানীর দীর্ঘ দিনের প্রেমিক বনি সেনগুপ্ত। 'কিলবিল সোসাইটি'র প্রিমিয়ারে কেন এলেন না বনি? বৃহস্পতিবার প্রিমিয়ার শেষ হতেই নানা ফিসফাস। এও শোনা গেল, দু'জনের নাকি বেশ কিছু দিন যাবৎ কথা হচ্ছে না! অথচ কিছু দিন আগেও 'হাঙ্গামা ডট কম' নামক এক ছবির প্রচারে দু'জনেই সাক্ষাৎকার দিয়ে বেরিয়েছেন চুটিয়ে। এমনকি দ্য ওয়ালের স্টুডিওতে এসেও বনিকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কৌশানীও! তাহলে?
বনিকে নিয়ে কী বলেছেন কৌশানী? দেখুন সম্পূর্ণ ভিডিও
দ্য ওয়াল যোগাযোগ করেছিল বনির সঙ্গেই। অনুপস্থিতির কারণ জানতে চাইতেই অভিনেতা বললেন, "আমি তো এখন ওড়িশা। আমার ওড়িয়া ছবিটার আজ রিলিজ ডেট। সেটার জন্যই এসেছি।" কিলবিল কবে দেখবেন? বনি বললেন, 'দেখি, গিয়ে হয়তো দেখব। সময় কবে পাব দেখা যাক।' রটনার কথা বনিকে বলতেই তাঁর সাফ জবাব, 'ধুস, ওরকম কিছু না। রোজই কথা হচ্ছে। আমি ওড়িষা আছি বলেই যেতে পারিনি। থাকলে যেতাম। ওকে শুভেচ্ছা। ভাল হোক।'
যদিও ফিসফাস থামছে না। নিন্দকেরা মুখ টিপে বলছেন, 'যা রটে তার কিছুটা তো...'। বছর তিনেক আগে কৌশানীর যেন পুনর্জন্ম হয়েছে। অবশেষে 'ভাল কাজ' করছেন তিনি। যদিও বনির ভাগ্যের শিকে এখনও ছেঁড়নি।
এ প্রসঙ্গে দ্য ওয়ালকে কৌশানী বলেন, 'আমি তো চাই, বনির জীবনেও এরকম সুযোগ আসুক। কে বলতে পারে, হয়তো এই বছরই এমন কিছু ঘটে যেতে পারে।' সেই ২০১৬ সাল থেকে সম্পর্কে রয়েছেন বনি-কৌশানী। সিনেমা করতে এসেই প্রেম হয় দু'জনের। সেই সম্পর্কের টান কি খানিক আলগা হল? উত্তর লুকিয়ে সময়ের হাতে।