শেষ আপডেট: 5th March 2025 15:54
দ্য ওয়াল ব্যুরো: প্রথম খবরটি প্রকাশ্যে আসে ২০১৫ সাল, সেপ্টেম্বর মাসে। প্রথম সারির সংবাদপত্রে। ‘শেষ ছবি চার বছর আগে। তার পর মান, অভিমান, বিচ্ছেদ। সব ভুলে আবার পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী।’ কিন্তু সেই ফেরা হল। কিন্তু এভাবেও ফিরে আসা হল না যে। এক-দুই করে ন’বছর পেরিয়ে গেল। কিন্তু, দেব-শুভশ্রী ফিরলেন না। প্রেক্ষাগৃহে ‘ধূমকেতু’ (dhumketu, Dev, Subhasree) আছড়ে পড়ল না।
ব্রেকআপ কাপলের, কামব্যাক ছবি ‘ধূমকেতু। শুধুমাত্র এ কারণে ছবিটি ‘বিশেষ’ ছিল না। কারণ ছিল, আরও অনেক। যেমন এটি অভিনেতা দেবের প্রথম প্রযোজিত ছবি। যেমন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেবের প্রথম কাজ। শুধু দেব নয়, শুভশ্রীরও প্রথম কাজ ছিল পরিচালকের সঙ্গে। দেবের প্রথম কোনও ছবিতে এ ধরণের প্রস্থেটিক মেক আপ, আরেকটি কারণও ছিল যা সিনেপ্রেমীদের বেশ মনে ধরেছিল সে সময়ে, এই প্রথম কোনও ছবিতে লিপলক করতে চলেছেন দেব-শুভশ্রী! এতগুলো ‘বিশেষ’ সমীকরণ থাকা সত্বেও মুক্তি পায়নি ছবি। (dhumketu, Dev, Subhasree)
তারপর জল গড়িয়েছে অনেকদূর। ২০১৭ সালে প্রযোজক রানা সরকারের সঙ্গে ‘ডাবিং’ নিয়ে সমস্যা শুরু হয় দেবের। দেব বলেন, ‘টাকা না পেলে ডাবিং করব না!’। আবার ২০২১ সালে ছবি মুক্তি নিয়ে SVF-র কর্ণধার মহেন্দ্র সোনি এবং দেবের সঙ্গে আলোচনায় বসেন রানা। প্রযোজক জানান, ‘ছবি নিয়ে বাধা অনেকটাই কেটে গিয়েছে এখন। মুম্বইয়ের এক সংস্থার তরফে কিছু বাধা এখনো রয়েছে। এসভিএফ এর কর্ণধারও সাহায্য করছেন।’
কিন্তু নাহ! তা হয়নি, প্রযোজক-অভিনেতার একাধি্ক ট্যুইট-পোস্টের পরও মুক্তি পায়নি ছবি। প্রায় ৯ বছর,পর আবার ফেসবুক পোস্ট করেলন প্রযোজক ‘ধুমকেতু রিলিজ হবে...‘খাদান' আর ‘সন্তান' দুটো সিনেমাই সুপারহিট হলে। দেব ও শুভশ্রী দুজনকেই সুপারহিট করতে হবে। দেব-শুভশ্রী জুটির শেষ সিনেমাকে রিলিজ করাতে হলে সবাই সিনেমা হলে গিয়ে দুটো সিনেমাকেই সুপারহিট করুন।’ (dhumketu, Dev, Subhasree)
আর গতকাল অর্থাৎ মঙ্গলবার দেখা গেল, একটি ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে প্রযোদক রাণা সরকার এবং দেব। আগ্রহী ফ্যানেরা ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছেন ঠিক কবে আসছে ‘ধূমকেতু’? না সেই প্রশ্নের উত্তর সহজে মিলবে না। রাণা সরকার দ্য ওয়ালকে বলেন, ‘মুম্বইয়ের প্রযোজনা সংস্থার সঙ্গে একটি সমস্যা ছিল, তা মিটেছে। আমি এবং দেব দু’জনেই ছবিটা রিলিজ করতে চাইছি। এই বছরই ছবি রিলিজ করবে, এটুকুই বলতে পারি।’ সূত্রের খবর, দুর্গাপুজোয় মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত দেব-শুভশ্রীর ছবি। (dhumketu, Dev, Subhasree)
‘মুক্তি পাবে কি? পাবে না’—এই ধন্দে বাংলার সিনেমপ্রেমীরা আগেও পড়েছেন। শুধু দর্শক কেন, এমন ধন্দে পড়েছেন ‘ধূমকেতু’র অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা রুদ্রনীল ঘোষও। গতকালের খবর তিনি আগেই পেয়েছেন, সেই খবর নিয়েই বললেন, ‘ধূমকেতু, আমাদের প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ ছবি। যাঁরা এর সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে। কৌশিকদা, পরমব্রত, চিরঞ্জিত, দেব, শুভশ্রী, আমি প্রত্যেকে আমাদের শেষটুকু দিয়ে এই ছবিতে কাজ করেছি। তাই এই ছবি ভীষণ কাছের। অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলার দর্শক। এতগুলো বছর ধরে ছবি নিয়ে চর্চা চলছে, বুঝতেই পারছেন ছবিটা মানুষের মনে কীভাবে গেঁথে রয়েছে আজও।’ (dhumketu, Dev, Subhasree)
তবে ন’বছর পর পুরনো একটা গল্প, তার প্রাসঙ্গিকতা কি আজও রয়েছে? দেব-শুভশ্রীর ম্যাজিক কি আদৌ লকাজ করবে? রুদ্রনীল বললেন, ‘কিছু কিছু গল্পে মেদ জমে না। কালজয়ী হয়ে থাকে। ‘ধূমকেতু’ তেমন এক ছবি, এটা বলতে পারি। দুটো পরত আছে। এক দেব-শুভশ্রীর প্রেম আর দেব-আমার বন্ধুত্ব। ছবিতে প্রেম রয়েছে, রয়েছে বারুদও! আজ প্রজাপতি’, ‘টনিক’ কিংবা ‘প্রধান’-এর মতো ছবি করে দেব নিজেকে খানিক আলাদা করেছে। কিন্তু এই ‘ধূমকেতু’ এই ধরণের ছবির মধ্যে সর্বশ্রেষ্ঠ!’
‘ধূমকেতু’তে দেবের লুক রিভিল হতে হৈহৈরৈরৈ পড়ে গিয়েছিল বছর নয়েক আগে। এও শোনা গিয়েছিল, রুদ্রনীলেরও রয়েছে প্রস্থেটিক মেকআপ। তবে সে ছবি মুক্তি পায়নি। মেকআপ প্রসঙ্গে রুদ্রনীল শুধুমাত্র হালকা হাসিতে বললেন, ‘আমি এ বিষয়ে কোনও কথা বলব না।’
ছবি মুক্তির তোড়জোড় অবশ্য শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, অনুপম রায় ছবির মিউজিকের দায়িত্ব নিয়েছিলেন। বেঁধেছিলেন বেশ কয়েকটি গান। গুছিয়ে রাখা সেই হার্ড ড্রাইভ থেকে, সে সব গান জড়ো করতে শুরুও করেছেন অনুপম। তবে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কখন কী হয় তা, বলা মুশকিল! তীরে এসে তরী ডুবে যাওয়ার ঘটনা ‘ধূমকেতু’ নিয়ে কম হয়নি। আপাতত মধুর সমাপনের সন্ধান খুঁজছে সিনেপ্রেমীরা।