বছরটা ২০০৭। অনুরাগ বসু পরিচালিত ‘লাইফ ইন আ মেট্রো’ একরাশ ভাঙাগড়া, একাকীত্ব, প্রেম আর বাস্তবতাকে একসঙ্গে পর্দায় এনে ফেলেছিল।
‘মেট্রো ইন দিনো’
শেষ আপডেট: 3 July 2025 14:52
দ্য ওয়াল ব্যুরো: বছরটা ২০০৭। অনুরাগ বসু পরিচালিত ‘লাইফ ইন আ মেট্রো’ একরাশ ভাঙাগড়া, একাকীত্ব, প্রেম আর বাস্তবতাকে একসঙ্গে পর্দায় এনে ফেলেছিল। শহুরে জীবনের ভিড়ের মাঝেও কীভাবে সম্পর্ক টিকে থাকে কিংবা ভেঙে পড়ে—তা ছুঁয়ে গিয়েছিল অগণিত দর্শকের হৃদয়। আর ঠিক ২০ বছর পর, সেই ছবির সিক্যুয়েল নিয়ে আবার ফিরছেন অনুরাগ—‘মেট্রো ইন দিনো’।
কিন্তু জানেন কি, এই সিনেমার ভাবনাটাই আসলে জন্ম নিয়েছিল একজনের মুখে বলা এক অদ্ভুত, হালকা কথায়? তিনি আর কেউ নন—ইরফান খান।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক অনুরাগ বসু জানালেন, ‘জাগ্গা জাসুস’ ছবির কাজ শেষে একদিন বসেছিলেন ইরফানের সঙ্গে। গল্প হচ্ছিল। হঠাৎই ইরফান বলে ওঠেন, “চলো মেট্রো ২ বানাই!” অনুরাগ বলেন, “আমি তো অবাক! তখনও এটা ভাবতেই পারিনি। কিন্তু ওর সেই কথাটাই মাথায় গেঁথে যায়। ইরফান চলে গেলেও, কথাটা থেকে গিয়েছিল মনে।”
এরপরেই বহু বছর কেটে যায়। এই সিনেমার পরিকল্পনা ছিল না, ইচ্ছে ছিল না, সাহসও ছিল না। “ভেবেছিলাম যদি কেউ পছন্দই না করে, তবে এত বছরের স্মৃতিতে ধাক্কা লাগবে,” বলেন অনুরাগ। কিন্তু অবশেষে ‘লুডো’র পর আবার কলম ধরেন তিনি, তৈরি করেন ‘মেট্রো ইন দিনো’, যা হবে তাঁর মতে একরকম ‘শেষ সিক্যুয়েল’।
এই নতুন ছবিতে আছেন এক ঝাঁক তারকা—আদিত্য রায় কাপুর, সারা আলি খান, ফাতিমা সানা শেখ, আলি ফজল, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেন শর্মা এবং নীনা গুপ্তা। ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, অনুরাগ বসু এবং তানি বসু।