Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধাইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!রাধিকার বান্ধবীর দাবি খারিজ করল পরিবার, এদিকে মোবাইলের মুছে ফেলা তথ্য ফিরিয়ে দেখছে পুলিশবর্ণ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, অবসাদে আত্মঘাতী প্রাক্তন ‘মিস পুদুচেরি’ সান রেচালপ্রধানমন্ত্রীর সভার জন্য রথের মেলা গুটিয়ে ফেলার নির্দেশ, ক্ষতির মুখে শতাধিক ছোট ব্যবসায়ীরাজ্জাক খাঁ খুনে গ্রেফতার আরও ১ দলীয় কর্মী, গত বছরই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দেন আজহারউদ্দিন
Metro In Dino

'ইরফানই চেয়েছিল, আমি তো ভাবিওনি', ‘মেট্রো ইন দিনো’ মুক্তির আগেই স্মৃতিতে ভাসলেন অনুরাগ

বছরটা ২০০৭। অনুরাগ বসু পরিচালিত ‘লাইফ ইন আ মেট্রো’ একরাশ ভাঙাগড়া, একাকীত্ব, প্রেম আর বাস্তবতাকে একসঙ্গে পর্দায় এনে ফেলেছিল। 

'ইরফানই চেয়েছিল, আমি তো ভাবিওনি', ‘মেট্রো ইন দিনো’ মুক্তির আগেই স্মৃতিতে ভাসলেন অনুরাগ

‘মেট্রো ইন দিনো’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 3 July 2025 14:52

দ্য ওয়াল ব্যুরো: বছরটা ২০০৭। অনুরাগ বসু পরিচালিত ‘লাইফ ইন আ মেট্রো’ একরাশ ভাঙাগড়া, একাকীত্ব, প্রেম আর বাস্তবতাকে একসঙ্গে পর্দায় এনে ফেলেছিল। শহুরে জীবনের ভিড়ের মাঝেও কীভাবে সম্পর্ক টিকে থাকে কিংবা ভেঙে পড়ে—তা ছুঁয়ে গিয়েছিল অগণিত দর্শকের হৃদয়। আর ঠিক ২০ বছর পর, সেই ছবির সিক্যুয়েল নিয়ে আবার ফিরছেন অনুরাগ—‘মেট্রো ইন দিনো’।

কিন্তু জানেন কি, এই সিনেমার ভাবনাটাই আসলে জন্ম নিয়েছিল একজনের মুখে বলা এক অদ্ভুত, হালকা কথায়? তিনি আর কেউ নন—ইরফান খান।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক অনুরাগ বসু জানালেন, ‘জাগ্গা জাসুস’ ছবির কাজ শেষে একদিন বসেছিলেন ইরফানের সঙ্গে। গল্প হচ্ছিল। হঠাৎই ইরফান বলে ওঠেন, “চলো মেট্রো ২ বানাই!” অনুরাগ বলেন, “আমি তো অবাক! তখনও এটা ভাবতেই পারিনি। কিন্তু ওর সেই কথাটাই মাথায় গেঁথে যায়। ইরফান চলে গেলেও, কথাটা থেকে গিয়েছিল মনে।”

এরপরেই বহু বছর কেটে যায়। এই সিনেমার পরিকল্পনা ছিল না, ইচ্ছে ছিল না, সাহসও ছিল না। “ভেবেছিলাম যদি কেউ পছন্দই না করে, তবে এত বছরের স্মৃতিতে ধাক্কা লাগবে,” বলেন অনুরাগ। কিন্তু অবশেষে ‘লুডো’র পর আবার কলম ধরেন তিনি, তৈরি করেন ‘মেট্রো ইন দিনো’, যা হবে তাঁর মতে একরকম ‘শেষ সিক্যুয়েল’।

এই নতুন ছবিতে আছেন এক ঝাঁক তারকা—আদিত্য রায় কাপুর, সারা আলি খান, ফাতিমা সানা শেখ, আলি ফজল, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেন শর্মা এবং নীনা গুপ্তা। ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, অনুরাগ বসু এবং তানি বসু।


ভিডিও স্টোরি