Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
অচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়

ইরফানের ছেলে বাবিল এবার সিনেমা করতে চান, নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালে যতজন কিংবদন্তি ইহলোক ত্যাগ করেছেন, তাঁদের মধ্যে অভিনেতা ইরফান খানের চলে যাওয়ার ঘটনায় বেশ মুষড়ে পড়েছিলেন দেশবাসী। আত্মীয়বিয়োগের মতো যন্ত্রণা পেয়েছিলেন তাঁর অনুরাগীরা। তারপরেই সবসময় যেন চোখে হারাতেন অভিনেতা

ইরফানের ছেলে বাবিল এবার সিনেমা করতে চান, নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 11 January 2021 10:00

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালে যতজন কিংবদন্তি ইহলোক ত্যাগ করেছেন, তাঁদের মধ্যে অভিনেতা ইরফান খানের চলে যাওয়ার ঘটনায় বেশ মুষড়ে পড়েছিলেন দেশবাসী। আত্মীয়বিয়োগের মতো যন্ত্রণা পেয়েছিলেন তাঁর অনুরাগীরা। তারপরেই সবসময় যেন চোখে হারাতেন অভিনেতাকে। আর সে কারণেই সোশ্যাল মিডিয়ায় ইরফান-পুত্র বাবিলের পোস্টে সর্বক্ষণ চোখ রাখেন অভিনেতার অনুরাগীরা। বাবিলের ইনস্টাগ্রামের বেশিরভাগ পোস্ট এখন তাঁর বাবাকে কেন্দ্র করে‌। স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে বাবার ছবি, কথা, হাতের লেখা বাবিল শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আজ সকালেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বাবিল। বহু বছর আগে বাবার দেওয়া উপহার 'অ্যাক্টরস অন অ্যাক্টিং' বইয়ে ছিল ইরফানের সই। বাবার হাতের লেখার ছবিই শেয়ার করেছেন তিনি। পোস্টেই বাবিল জানিয়েছেন 'দ্য নেমসেক'-এর জন্য প্রস্তুতি নেওয়ার সময় ইরফান খান এই বইটি পড়তেন। সেই পোস্টেই বাবিলের অনুগামীরা নানা প্রশ্ন করেছেন তাঁকে।‌ একদিকে যেমন তাঁর কেরিয়ার গোল নিয়ে প্রশ্ন করেছেন, তেমনই তিনি বাবার পথে হাঁটবেন কিনা সেই প্রশ্নও করেছেন কেউ কেউ। এক অনুগামীর প্রশ্নের জবাবে বাবিল লিখেছেন, "আমি অভিনয়ের ময়দানেই আছি। কবে সিনেমা জগতে পা রাখব সেটাই আসল প্রশ্ন। ইচ্ছে আছে। সম্ভবত মার্চ মাসের পর, আমার গ্র্যাজুয়েশনের পরেই, অফারের অপেক্ষায় থাকব।" বাবিল একথা বলেছেন। একইসঙ্গে জানিয়েছেন, লন্ডনে তিনি সিনেমা নিয়েই পড়াশোনা করছেন‌। তাঁর মূল আকর্ষণ ও আগ্রহ ভারতীয় সিনেমাতেই। বাবিলের কথায় কেউ কেউ যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তেমনই আগাম শুভেচ্ছাও জানিয়েছেন বহু মানুষ।

বাবা ইরফান খানের এইবছরের জন্মদিনে প্রথমবার শুভেচ্ছা জানিয়েছেন বাবিল। আর জন্মদিনের কয়েকদিন পরেই বাবিল জানালেন তিনি সিনেমা জগতে পা রাখতে চলেছেন। আর তাতেই যেমন একদিকে অনেকে শুভেচ্ছা জানাচ্ছেন, তেমনই ইরফান খানের ছায়া বাবিলের মধ্যে দেখতে পাবেন কিনা সেই আশাতে বুক বাঁধছেন কেউ কেউ।

ভিডিও স্টোরি