
আজ সকালেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বাবিল। বহু বছর আগে বাবার দেওয়া উপহার ‘অ্যাক্টরস অন অ্যাক্টিং’ বইয়ে ছিল ইরফানের সই। বাবার হাতের লেখার ছবিই শেয়ার করেছেন তিনি। পোস্টেই বাবিল জানিয়েছেন ‘দ্য নেমসেক’-এর জন্য প্রস্তুতি নেওয়ার সময় ইরফান খান এই বইটি পড়তেন। সেই পোস্টেই বাবিলের অনুগামীরা নানা প্রশ্ন করেছেন তাঁকে। একদিকে যেমন তাঁর কেরিয়ার গোল নিয়ে প্রশ্ন করেছেন, তেমনই তিনি বাবার পথে হাঁটবেন কিনা সেই প্রশ্নও করেছেন কেউ কেউ।
এক অনুগামীর প্রশ্নের জবাবে বাবিল লিখেছেন, “আমি অভিনয়ের ময়দানেই আছি। কবে সিনেমা জগতে পা রাখব সেটাই আসল প্রশ্ন। ইচ্ছে আছে। সম্ভবত মার্চ মাসের পর, আমার গ্র্যাজুয়েশনের পরেই, অফারের অপেক্ষায় থাকব।” বাবিল একথা বলেছেন। একইসঙ্গে জানিয়েছেন, লন্ডনে তিনি সিনেমা নিয়েই পড়াশোনা করছেন। তাঁর মূল আকর্ষণ ও আগ্রহ ভারতীয় সিনেমাতেই। বাবিলের কথায় কেউ কেউ যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তেমনই আগাম শুভেচ্ছাও জানিয়েছেন বহু মানুষ।
বাবা ইরফান খানের এইবছরের জন্মদিনে প্রথমবার শুভেচ্ছা জানিয়েছেন বাবিল। আর জন্মদিনের কয়েকদিন পরেই বাবিল জানালেন তিনি সিনেমা জগতে পা রাখতে চলেছেন। আর তাতেই যেমন একদিকে অনেকে শুভেচ্ছা জানাচ্ছেন, তেমনই ইরফান খানের ছায়া বাবিলের মধ্যে দেখতে পাবেন কিনা সেই আশাতে বুক বাঁধছেন কেউ কেউ।