শেষ আপডেট: 7th January 2025 17:49
দ্য ওয়াল ব্যুরো: বেঁচে থাকলে আজ (৭ই জানুয়ারি) ইরফান খান সেলিব্রেট করতেন তাঁর ৫৭তম জন্মদিন। কিন্তু অভিনেতার বয়স থেমেছে ওই ৫৩-তেই। বলিউডে অভিনয়ের ছকে বাঁধাধরা গত থেকে ইরফান ছিলেন বরাবর আলাদা। ‘মগবুল’, ‘দ্য লাঞ্চবক্স’, ‘নেমসেক’, ‘লাইফ অফ পাই’ এবং ‘পিকু’-সহ অসংখ্য চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। এই সমস্ত ছবির মাধ্যমে তিনি বলিউডে নিজের জমি শক্ত করেছিলেন। তবে শুধুই যে বলিউডে থেমে ছিলেন, তা একেবারেই নয়। তাঁর প্রতিভা ছড়িয়েছিল আন্তর্জাতিক স্তরেও। ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান’, ‘স্লামডগ মিলিয়নেয়ার’ এবং ‘লাইফ অফ পাই’-এ তাঁর অভিনয় এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি।
এক কথায় ইরফান তাঁর তার অভিনয় দক্ষতার মাধ্যমে শুধু বলিউড নয়, হলিউডেও জায়গা করে নিয়েছিলেন। তাঁর অভিনীত হলিউড সিনেমাগুলো আন্তর্জাতিক স্তরে কাঁছে এক বিশেষ পরিচিতি এনেছে। এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁর ৫টি উল্লেখযোগ্য হলিউড সিনেমা, যা তাঁকে গ্লোবাল স্টার বানিয়েছে।
১. স্লামডগ মিলিয়নেয়ার (২০০৮)
ড্যানি বয়েল পরিচালিত এই অস্কারজয়ী সিনেমায় ইরফান এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন। তাঁর দৃঢ় অভিনয় ছবির গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। ছবিটি আজও একটি আন্তর্জাতিক আইকন হিসেবে পরিচিত।
২. লাইফ অব পাই (২০১২)
অ্যাং লি পরিচালিত এই সিনেমায় ইরফান প্রাপ্তবয়স্ক পাই প্যাটেলের চরিত্রে অভিনয় করেন। সিনেমাটির দার্শনিক দিক এবং কাহিনি তাঁর অভিনয়ের মাধ্যমে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ছবিটি বিশ্বজুড়ে প্রশংসিত হয় এবং একাধিক অস্কার পেয়েছেন।
৩. দ্য নেমসেক (২০০৬)
ঝুম্পা লাহিড়ীর উপন্যাস অবলম্বনে মীরা নায়ার পরিচালিত এই ছবিতে ইরফান এক অভিবাসী বাবার চরিত্রে অভিনয় করেন। তাঁর সংবেদনশীল অভিনয় অভিবাসী জীবনের জটিলতা ও আবেগময় দিকগুলো ফুটিয়ে তোলে।
৪. জুরাসিক ওয়ার্ল্ড (২০১৫)
এই ব্লকবাস্টার ছবিতে তিনি সাইমন মাসরানি, ডাইনোসর পার্কের কর্ণধার, চরিত্রে অভিনয় করেন। তাঁর অভিজাত ও ক্যারিশম্যাটিক উপস্থিতি ছবির আকর্ষণ বাড়িয়ে তোলে এবং আন্তর্জাতিক দর্শকদের মধ্যে তাঁকে আরও জনপ্রিয় করে।
৫. ইনফার্নো (২০১৬)
রন হাওয়ার্ড পরিচালিত এবং টম হ্যাংকসের সঙ্গে অভিনীত এই ছবিতে ইরফান হ্যারি 'দ্য প্রোভোস্ট' চরিত্রে অভিনয় করেন। তাঁর দৃঢ় এবং স্মার্ট অভিনয় এই থ্রিলার ছবিতে একটি বিশেষ মাত্রা এনেছে।