Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোলDA নির্দেশ: ৬ সপ্তাহ শেষ হচ্ছে ২৭ জুন, কী বলছেন ডিএ আন্দোলনকারীরা?
Irrfan Khan

Irrfan Khan: ইরফান খানের পুরনো সাক্ষাৎকার ভাইরাল, 'কবে পাকিস্তান আসবেন?' অভিনেতা বললেন....

 প্রয়াত অভিনেতার একটি পুরনো সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। 'আপনি কবে পাকিস্তানে আসবেন?', লাহোরের এক সাংবাদিকের প্রশ্নে ইরফান খানের জবাব নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

Irrfan Khan: ইরফান খানের পুরনো সাক্ষাৎকার ভাইরাল, 'কবে পাকিস্তান আসবেন?' অভিনেতা বললেন....

ইরফান খান (ছবি-গুগল)

শেষ আপডেট: 14 May 2025 16:02

দ্য ওয়াল ব্যুরো: যে কোনও প্রশ্নের উত্তর অকপটে বলে দিতেই পছন্দ করতেন অভিনেতা ইরফান খান (Irrfan Khan)। ভারত-পাকিস্তানের ইস্যুতে (India-Pakistan Tension) যখন পরিস্থিতি উদ্বেগজনক, সেইসময় প্রয়াত অভিনেতার একটি পুরনো সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। 'আপনি কবে পাকিস্তানে আসবেন?', লাহোরের এক সাংবাদিকের প্রশ্নে ইরফান খানের জবাব নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, এক সাংবাদিক প্রশ্ন করছেন, 'হ্যালো ইরফান ভাই, পাকিস্তানের আপনার অনুরাগীর সংখ্যা প্রচুর। আমরা চাইছি আপনি একবার পাকিস্তানে আসবেন।' উত্তরে অভিনেতা বলেন, 'আমি চলে তো আসব কিন্তু ফিরে আসব কি?' ইরফানের মুখে এই উত্তর শুনেই হাসিতে ফেটে পড়েন উপস্থিত সকলেই।

 

এক্স হ্যান্ডেলে ভাইরাল ভিডিও ক্লিপের ক্যাপশনে ব্যবহারকারী লিখেছেন, 'আজ আমাদের কাছে এস-৪০০ আছে, কিন্তু তখন পাকিস্তানকে উচিত জবাব দিতে আমাদের ইরফান খান  (Irrfan Khan) ছিলেন।'  

পহেলগাম হত্যাকাণ্ডের (Pahalgam Terror Attack) পর ভারত ও পাকিস্তানের সম্পর্কে চিড় ধরেছে। হামলার পাল্টা প্রত্যাঘাত চালিয়ে ভারত। পাকিস্তানি শিল্পীদেরও এদেশে কাজ করা নিয়ে বিধিনিষেধ জারি করা হয়েছে। সম্প্রতি তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে ওটিটি প্ল্যাটফর্মগুলি থেকে ওয়েব সিরিজ, পডকাস্ট, গান-সহ সমস্ত পাক কন্টেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। ফাওয়াদ খান (Fawad Khan), মাহিরা খান, মাওরা হুসেন- যে সকল পাকশিল্পীরা ভারতে কাজ করেছিলেন তাঁদের ছবি ও নাম ইতিমধ্যেই ছবির গান ও পোস্টার থেকে সরিয়ে ফেলা হয়েছে।

ইরফান খান (Irfan Khan) নিজেও পাকিস্তানের এক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'হিন্দি মিডিয়াম'-এ অভিনেতার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন সাবা কামার (Saba Qamar)। এই ছবি ও জুটির অভিনয় দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছে। বাণিজ্যিকভাবেও বক্স অফিসে সফল ছিল 'হিন্দি মিডিয়াম' (Hindi Medium)।  

২০১৮ সালেই ইরফান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তিনি নিউরো এন্ডোক্রিন ক্যানসারে আক্রান্ত। মার্কিন যুক্তরাষ্ট্রে এক বছরের দীর্ঘ চিকিৎসার পর ২০১৯-এর ফেব্রুয়ারি মাসে ফিরে এসেছিলেন। ২০২০-র ২৮ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৯ এপ্রিল ৫৩ বছর বয়সে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। উল্লেখ্য, ইরফানের মৃত্যুর মাত্র চারদিন আগেই তাঁর মা প্রয়াত হন।  'গুনাহ', 'লাইফ ইন এ মেট্রো', 'বিল্লু', 'পান সিং তোমার', 'লাইফ অফ পাই', 'পিকু'-র মত সিনেমা রয়েহে ইরফানের ঝুলিতে। ২০১১ সালে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ইরফান খানকে 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত করা হয়েছিল।


ভিডিও স্টোরি