শেষ আপডেট: 7th January 2025 19:20
দ্য ওয়াল ব্যুরো: আজ (৭ই জানুয়ারি), যদি ইরফান খান বেঁচে থাকতেন, তবে তাঁর ৫৭তম জন্মদিন পালন করতেন। সময়ের চাকা তাঁকে থামিয়ে দিয়েছে মাত্র ৫৩ বছরে। বলিউডে যেখানে অনেকেই নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ, সেখানে ইরফান ছিলেন এক অনবদ্য অভিনেতা। এক কথায় তাঁর অভিনয় নতুন দিশার সন্ধান দিত, যেখানে কোনও সীমানা ছিল না। চরিত্রের প্রতি ইরফানের ভালবাসা, আত্মবিশ্বাস এবং অভিনয়শৈলীর গভীরতা অন্য সব অভিনেতা থেকে আলাদা করে তুলেছিল। পর্দায় তাঁর চোখ দেখেই প্রেমে পড়তো বহু নারী। ২০২০ সালে ক্যানসারের সঙ্গে লড়াই শেষে আমাদের ছেড়ে চলে যান। তবে তিনি আজও পরিবার ও ভক্তদের মধ্যে চিরকাল স্মরণীয় হয়ে আছেন। জন্মদিনেই জেনে নেওয়া যাক কিছু অজানা কথা।
এক সাধারণ পরিবারের জন্ম নেওয়া ইরফান এক সময় স্বপ্ন দেখেছিলেন ক্রিকেটার হওয়ার। বোলিং ছিল তাঁর প্রথম পছন্দ। ক্রিকেট খেলার বহু স্মৃতি হাতড়ে একসময় বলেন, দলের ক্যাপটেন তাঁর বোলিং নাকি বেশ পছন্দ করতেন। তবে মা,জ্যাঠার উৎসাহে তিনি থিয়েটারে অভিনয় শুরু করেন। এরপর, ১৯৮৪ সালে তিনি দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যোগ দেন, যা ছিল তাঁর অভিনয়ের পথচলার শুরু।
শুরুতে কিছু ছোট ছোট টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন, যেমন 'শ্রীকান্ত' এবং 'জয় হনুমান,' তবে তাঁর কাছে বড় সুযোগ আসে, মীরা নায়ারের 'সালাম বম্বে' চলচ্চিত্রে, যদিও তাঁর দৃশ্যটি কাটিয়ে দেয়া হয়েছিল।
ইরফান খানের আসল নাম সাহাবজাদে ইরফান আলি খান। তবে নিজের নামের এই রাজকীয় শব্দে তিনি বিব্রত বোধ করতেন। আর তাই তিনি সাহাবজাদে শব্দটি নিজের নাম থেকে বাদ দিয়ে দেন। 'পান সিং তোমার' সিনেমায় তাঁর চরিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়। ২০১১ সালে ভারতীয় সিনেমায় ইরফানের অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।
ইরফান খান শৈশব থেকেই একজন নিরামিষভোজী ছিলেন, যদিও তাঁর পিতা প্রায়ই মজা করে ব্রাহ্মণ বলে ডাকতেন। ইরফানের ছেলে বাবিল প্রায়শই বাবার স্মৃতিতে আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
‘মগবুল’, ‘দ্য লাঞ্চবক্স’, ‘নেমসেক’, ‘লাইফ অফ পাই’ এবং ‘পিকু’-সহ অসংখ্য চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। এই সমস্ত ছবির মাধ্যমে তিনি বলিউডে নিজের জমি শক্ত করেছিলেন। তবে শুধু বলিউডেই নয়, ইরফান খান আন্তর্জাতিক চলচ্চিত্রেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন।
‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান’, ‘স্লামডগ মিলিয়নেয়ার’ এবং ‘লাইফ অফ পাই’-এ তাঁর অভিনয় এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি। ২০২০ সালের ২৯ এপ্রিল, ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মাত্র ৫৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। তবে তাঁর অভিনয় যাত্রা একেবারেই সহজ ছিল না।