Latest News

লাল গাউন পরে বাগদান সারলেন ইরা খান! ক্যামেরা হাতে ছবিও তুললেন আমির-কন্যা

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান (engagement party) সেরে ফেলেছেন অভিনেতা আমির খানের (Aamir Khan) প্রথম পক্ষের কন্যা ইরা খান (Ira Khan)। আর সেখানেই একেবারে খুশির মেজাজে ধরা দিলেন ইরা। শুধু ক্যামেরার সামনে পোজ দিলেন না, ক্যামেরা হাতে বন্ধুদের ছবিও তুললেন (photographer) তিনি।

গত ১৮ নভেম্বর এই অনুষ্ঠান নিয়ে খান ভিলায় ছিল খুশির মরসুম। আড়ম্বরহীন বাগদান অনুষ্ঠানে পরিবারের লোকজন, আত্মীয়স্বজন এবং কাছের বন্ধুরা বাদে আর কেউই নিমন্ত্রিত ছিলেন না। আমির ও তাঁর প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্ত ছাড়াও এসেছিলেন আমিরের দাদা ফয়জল খান, ভাগ্নে ইমরান খান, আমিরের দ্বিতীয় পক্ষের স্ত্রী কিরণ রাও ও ছেলে আজাদও।

অনুষ্ঠানের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইরার বোন জায়ান মেরি খান। সেখানে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে লাল গাউন পরে পোজ দিচ্ছেন ইরা। শুধু তাই নয়, এরপর ক্যামেরা হাতে বান্ধবীদের ছবিও তোলেন তিনি।

উল্লেখ্য, ইরা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। সে বিষয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। এর পাশাপাশি একজন নাট্য পরিচালক হিসাবেই আত্মপ্রকাশ করতে চলেছেন। অন্যদিকে তাঁর ফিয়ন্সে নূপুর শিখর আমির খানের ফিটনেস ট্রেনার। ২০২০ সাল থেকে তাঁদের বন্ধুত্বের সূত্রপাত, যা ক্রমশ প্রেমের দিকে বাঁক নেয়।

‘চলচ্চিত্র উৎসবে আমার ‘ভাই’ আসছে, অমিতাভও আসছেন!’ রীতিমতো উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

You might also like