আমির খান, ইরা খান ও নিক জোনাস
শেষ আপডেট: 3rd December 2024 13:26
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে বিশ্ববিখ্যাত পপ তারকা নিক জোনাসের সঙ্গে দেখা হয়েছিল আমির কন্যা ইরা খানের। অমন একজন তারকার সঙ্গে অতি সাধারণ পোশাকে ছবি তোলা নিয়েই ট্রোলড হন ইরা। আর তার জন্য নিজের বাবার ঘাড়েই দোষ চাপিয়ে দিলেন তিনি। বলেন, অনুষ্ঠানটা যে ওরকম জাঁকজমক হবে, সেটা আমির বলেনইনি মেয়েকে।
আম্বানির ওই উদ্বোধনে আমিরের সঙ্গে হাজির হয়েছিলেন ইরা। এক সাক্ষাৎকারে ইরা বলেন, 'আমি জানতাম না নিক জোনাস সেখানে থাকবেন। অনুষ্ঠানের আমন্ত্রণের ক্ষেত্রে আমার বাবা ভাল করে কমিউনিকেশন করেন না। তিনি শুধু ফোন করে বলেন, এখানে যেতে হবে আমাদের। চলে এসো। বাবা আমাকে ড্রেস কোডের ব্যাপারে কিচ্ছু বলেননি। তাই আমরা আমাদের মতো পোশাক পরে যাই। ব্যাস, তারপরই ট্রোলড হই। প্রথমে যখন অনুষ্ঠানে ঢুকলাম, আমার প্রথম রিঅ্যাকশনই ছিল 'ওহ মাই গড!'
আমির কন্যা আরও বলেন, 'আমি কখনও কাউকে ছবি তোলার জন্য অনুরোধ করে বিরক্ত করি না। কিন্তু নিক আলাদা। নিক যে কতটা 'কুল', তাও খোলসা করেন ইরা। তিনি নাকি ছবি তোলার পর, সেখানকার আবহাওয়ার ব্যাপারেও জানতে চান। এসব বোকাবোকা প্রশ্নেরও উত্তর দেন প্রিয়াঙ্কার বর।
View this post on Instagram
প্রসঙ্গত, ২০২৩ সালের ওই অনুষ্ঠানের পরে, ইরা খান তাঁর ইনস্টাগ্রামে নিক জোনাসের সঙ্গে যে ছবি পোস্ট করেছিলেন, তাতে ট্রোল করে অনেকেই অনেক কিছু লেখেন। কেউ কেউ বলেন, 'কীসব হাবিজাবি পরে নিকের পাশে দাঁড়িয়েছে, একেবারে জঘন্য', 'ওর একটা ভাল স্টাইলিস্ট দরকার।'