শেষ আপডেট: 17th March 2025 15:17
দ্য ওয়াল ব্যুরো: বৈষ্ণোদেবী মন্দিরের বেস ক্যাম্পে মদ্যপানের অভিযোগ, বলিউড ইনফ্লুয়েন্সার ওরি-সহ ৮ জনের বিরুদ্ধে দায়ের হল মামলা।
জম্মু ও কাশ্মীর পুলিশ সোমবার বলিউড ইনফ্লুয়েন্সার ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি-সহ আরও সাতজনের বিরুদ্ধে বৈষ্ণোদেবী মন্দিরের বেস ক্যাম্প কাটরায় মদ্যপানের অভিযোগে মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে খবর, কাটরায় মদ্যপান ও আমিষ খাবার নিষিদ্ধ। এখান থেকেই ভক্তরা বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশে যাত্রা শুরু করেন। ১৫ মার্চ কাটরা থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়ে, যেখানে বলা হয় কয়েকজন অতিথি বেস ক্যাম্পের চত্বরে মদ্যপান করছিলেন। জেলা শাসকের আদেশ লঙ্ঘন ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
এফআইআরে ওরি ছাড়াও নাম রয়েছে দর্শন সিং, পার্থ রায়না, ঋতিক সিং, রক্ষিতা ভোগল, শগুন কোহলি, রাশি দত্তও একজন রুশ নাগরিক আনাস্তাসিলা আরজামাসকিনার।
পুলিশ জানিয়েছে, ধর্মীয় স্থানে এমন কর্মকাণ্ড কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এক উচ্চপদস্থ আধিকারিক পরমবীর সিং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তাঁর বক্তব্য, ধর্মীয় স্থানে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে প্রশাসন।
ভবিষ্যতে এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।