শেষ আপডেট: 10th January 2023 12:55
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে (Bollywood) সঙ্গীত পরিচালক (music director) হিসাবে অভিষেক হচ্ছে বাংলার যুবতী ইন্দ্রাণী ভট্টাচার্যর (Indrani Bhattacharya)। দুষ্যন্ত প্রতাপ সিং-এর পরিচালনায় নতুন ছবি ‘জিন্দেগি শতরঞ্জ হ্যায়’ মুক্তি পাচ্ছে আগামী ২০ জানুয়ারি। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রাণী ভট্টাচার্য। ইন্দ্রাণীর সুরে ‘গড়বড় গড়বড়’ গেয়েছেন বিখ্যাত শিল্পী দালের মেহন্দি। গানটি লিখেছেন অজয় বাওয়া। রিলিজ হচ্ছে জি মিউজিক থেকে।
ইন্দ্রাণীর গান গাওয়া শুরু ২০১০ সালে ‘এক্স ফ্যাক্টর’ রিয়েলিটি শো-তে, যেখানে বিচারক হিসাবে ছিলেন সোনু নিগম, শ্রেয়া ঘোষাল এবং সঞ্জয় লীলা বনশালি। পরে ‘সুরক্ষেত্র’ রিয়েলিটি শো-তেও অংশগ্রহণ করেছিলেন। ভারত-পাকিস্তান সুরের লড়াই-এর এই রিয়েলিটি শো-তে বিচারক হিসাবে ছিলেন হিমেশ রেশমিয়া, আতিফ আসলাম এবং রুনা লায়লা। গানের মতোই সঙ্গীত পরিচালনাতেও বরাবরই উৎসাহী ছিলেন ইন্দ্রাণী।
৩৪ বছর বয়সেই সিনেমায় সঙ্গীত পরিচালনার সুযোগ পেয়ে আনন্দিত ইন্দ্রাণী বলছিলেন, "পরিচালক দুষ্যন্ত সিং আমার গানগুলো শুনেছিলেন বহুদিন আগে, ২০১৫ সালে। পাঁচটি গান শুনিয়েছিলাম। প্রতিটিই পছন্দ হয়েছিল। বলেছিলেন, পরে ছবি করলে ডাকবেন। লকডাউনের সময় ২০২০ সালে হঠাৎ ফোন করে ডেকে পাঠান এবং জানান যে, দালের মেহন্দির গানটি এত পছন্দ হয়েছে যে, এক্ষুনি রেকর্ড করতে চাইছেন! আমি যেন দিল্লি গিয়ে রেকর্ড করে আসি। দুদিনের মধ্যে সব ঠিকঠাক করে দিল্লি গিয়ে রেকর্ড করা হয়। দালের পাজি খুব খুশি হয়েছিলেন গান গেয়ে, আমার বিরাট প্রাপ্তি।"
‘জিন্দেগি শতরঞ্জ হ্যায়’ ছবিতে অভিনয় করেছেন হিতেন তেজওয়ানি, ব্রুনা আবদুল্লা, শাওয়ার আলি, হেমন্ত পাণ্ডে, আর্জুমান মুঘল ও অন্যান্য শিল্পীরা। ছবিটি এমন এক সাসপেন্স থ্রিলার যা আপনাকে শেষ পর্যন্ত চেয়ার ছেড়ে উঠতে দেবে না, এমনটাই জানিয়েছেন প্রযোজক আনন্দ প্রকাশ।