শেষ আপডেট: 23rd January 2025 16:02
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সিনেমায় ফ্র্যাঞ্চাইজি বা সিনেমাটিক ইউনিভার্সের ধারণা তুলনামূলক নতুন হলেও, এই মডেল পশ্চিমে জনপ্রিয় হয়ে উঠেছিল ১৯৩০ এবং ১৯৪০-এর দশক থেকেই। ভারতে এই প্রবণতা ২১ শতকের আগে তেমনভাবে জায়গা পায়নি। তবে গত ২০ বছরে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সিনেমাগুলি দেশের শীর্ষ ব্লকবাস্টার ছবিগুলির তালিকায় জায়গা করে নিয়েছে। এর মধ্যে একটি ফ্র্যাঞ্চাইজি ধারাবাহিকভাবে বক্স অফিসে রেকর্ড গড়ে অন্যান্যদের পিছনে ফেলে দিয়েছে।
‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’ বর্তমানে ভারতের সর্বোচ্চ আয়কারী ফিল্ম ফ্র্যাঞ্চাইজি। এই ফ্র্যাঞ্চাইজির পাঁচটি মুক্তিপ্রাপ্ত ছবি বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ২৯০০ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে শাহরুখ খানের ‘পাঠান’ একাই আয় করেছে ১০৫০ কোটি টাকা। সালমান খানের ‘টাইগার’ সিরিজের তিনটি ছবি সম্মিলিতভাবে আয় করেছে ১৩৬৬ কোটি টাকা। এছাড়া হৃতিক রোশনের ‘ওয়ার’ বিশ্বব্যাপী আয় করেছে ৪৭৫ কোটি টাকা।
এই ইউনিভার্স তৈরি করেন যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। এখানে ভারতীয় সুপার স্পাইদের গল্প দেখানো হয়, যাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্ট্যান্ডঅ্যালোন সিনেমা রয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি মূলত শুরু হয় ‘এক থা টাইগার’ (২০১২) ছবি দিয়ে। এরপর ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং ‘ওয়ার’ মুক্তি পায়। যদিও ছবিগুলির থিম একই ছিল, তবে এই সিনেমাগুলি একসঙ্গে সংযুক্ত হয় ২০২৩ সালে, ‘পাঠান’ ছবির মাধ্যমে। সেখানে চরিত্রের ক্যামিও এবং ক্রসওভারের মাধ্যমে ইউনিভার্সটি গড়ে ওঠে। এরপর ‘টাইগার ৩’ এই ইউনিভার্সের গল্প আরও এগিয়ে নিয়ে যায়।
কীভাবে অন্য ফ্র্যাঞ্চাইজিকে পেছনে ফেলল স্পাই ইউনিভার্স?
স্পাই ইউনিভার্স গঠনের আগে ভারতের সর্বোচ্চ আয়কারী ফ্র্যাঞ্চাইজি ছিল ‘বাহুবলী’। মাত্র দু'টি ছবির মাধ্যমে এটি ২৩০০ কোটি টাকা আয় করেছিল। এছাড়া ‘পুষ্পা’ সিরিজ দুটি ছবির মাধ্যমে আয় করেছে ২০০০ কোটি টাকা। ‘কেজিএফ’ সিরিজ আয় করেছে ১৫০০ কোটি টাকা, এবং রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’ আয় করেছে ১৪৩০ কোটি টাকা। তবে এই তালিকায় কপ ইউনিভার্স বাদে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির দুইয়ের বেশি ছবি নেই।
স্পাই ইউনিভার্সের বিশেষত্ব হল এর স্ট্যান্ডঅ্যালোন ফিল্মগুলো। একাধিক প্রধান চরিত্রের মাধ্যমে আলাদা আলাদা গল্প বলায় এটি দর্শকদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছে। শাহরুখ খান এবং সলমন খানের জনপ্রিয়তাও স্পাই ইউনিভার্সকে এই বিরাট জায়গায় পৌঁছিয়ে দিতে সাহায্য করেছে।
ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স ২০২৫ সালের মধ্যে ৩০০০ থেকে ৪০০০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে। এই বছরের জন্য তাদের হাতে রয়েছে দু'টি বড় ছবি। অক্টোবরে মুক্তি পাবে ‘ওয়ার ২’, যেখানে হৃতিক রোশন (কবির) মুখোমুখি হবেন জুনিয়র এনটিআরের। এর প্যান-ইন্ডিয়া আকর্ষণের কারণে এটি বক্স অফিসে বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এরপর ডিসেম্বরে মুক্তি পাবে স্পাই ইউনিভার্সের প্রথম নারী-কেন্দ্রিক ছবি ‘আলফা’। শিব রাওয়াইল পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট এবং শর্বরী। ভারতীয় সিনেমার ফ্র্যাঞ্চাইজির ধারায় এই ইউনিভার্স ইতিমধ্যেই নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতে তা যে আরও বড় জায়গায় যাবে, এমনটা বলাই বাহুল্য।