Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কসবাকাণ্ডে পুলিশি তদন্তে সন্তুষ্ট নির্যাতিতার পরিবার, জনস্বার্থ মামলা নিয়ে প্রশ্নগুগল ক্রোমের জনপ্রিয়তা কমিয়ে দিতে পারে ওপেন এআই-এর এই ওয়েব ব্রাউজার, কবে আসছে?মেট্রোয় ফের বিভ্রাট! অফিস টাইমে বিপর্যস্ত লাইফলাইন, লোকাল ট্রেনের উদাহরণ টানছেন যাত্রীরাবেটিং অ্যাপের প্রচার! রানা দগ্গুবতী, বিজয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা, তদন্তে ইডিস্কুলের শৌচাগারে রক্ত! পিরিয়ড হয়েছে কিনা দেখতে জামা খুলিয়ে পরীক্ষা ছাত্রীদের, নিন্দা দেশজুড়েতিন বছরের চুক্তিতে রাজস্থান থেকে ইস্টবেঙ্গলে এলেন মার্তান্ড রায়না'তোমার নাকটা বাঁকা, আগে ঠিক করে এসো', 'আন্দাজ' ছবির আগে প্রিয়াঙ্কাকে বলেছিলেন সুনীল দর্শনবাংলা প্রশ্ন-বিতর্কে একটা ‘সেনটেন্সে’র অস্পষ্টতা কাটাতে অনেক ‘বাক্য’ খরচ করলেন প্রসেনজিৎসন্দেহের জেরে প্রেমিকার গলা কেটে খুন যুবকের! মুখে টেপ বাঁধা, গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুজীর্ণ দশা ও টোল ট্যাক্স ফাঁকি, সেতু ভাঙার হুঁশিয়ারি কানে তোলেনি গুজরাত সরকার, মৃত বেড়ে ১৩
Adnan Sami

'তুই তো এখনও বেলুন...' পাকিস্তানের প্রাক্তন তথ্যমন্ত্রীর কটাক্ষে কড়া জবাব গায়ক আদনান সামির

ঘটনার সূত্রপাত এক্স-এ এক পোস্ট ঘিরে। পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ আহমেদ হোসেন চৌধুরীর কটাক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান ভারতীয় গায়ক আদনান সামি।

'তুই তো এখনও বেলুন...' পাকিস্তানের প্রাক্তন তথ্যমন্ত্রীর কটাক্ষে কড়া জবাব গায়ক আদনান সামির

ফাওয়াদ আহমেদ হোসেন চৌধুরী-আদনান সামি

শেষ আপডেট: 27 April 2025 11:21

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক এবং এক স্থানীয় বাসিন্দার নির্মম হত্যাকাণ্ডে ভারতজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেই আবহে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ আহমেদ হোসেন চৌধুরীর কটাক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় গায়ক আদনান সামি।

ঘটনার সূত্রপাত এক্স-এর একটি পোস্ট ঘিরে। ভারতের তরফে পাকিস্তানিদের ভারতে থাকার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা নিয়ে তেহরিক-এ-ইনসাফ দলের ফাওয়াদ কটাক্ষ করে বলেন, ‘আদনান সামির কী হবে?’

উত্তরে আদনান সামি স্পষ্ট জানিয়ে দেন, তিনি দীর্ঘদিন ধরেই ভারতের বাসিন্দা এবং ২০১৬ সাল থেকে ভারতীয় নাগরিক। তাঁর শিকড় পেশোয়ারে, লাহোরে নয়—এই ভুল তথ্য দিয়েই ফাওয়াদ তাঁর ‘অজ্ঞতা’র পরিচয় দিয়েছেন বলেই আক্রমণ শানান সামি।

এখানেই থামেননি ফাওয়াদ। এরপর তিনি সামির ওজন কমানো নিয়ে কটাক্ষ করে লেখেন, ‘আমাদের লাহোরের বাসিন্দা সামিকে দেখে মনে হচ্ছে যেন বেলুন থেকে হাওয়া বেরিয়ে গেছে।’ এহেন অপমানের জবাবে সামি রীতিমতো তুলোধনা করেছেন ফাওয়াদকে। তিনি লেখেন, ‘আমার হয়তো হাওয়া বেরিয়েছে, কিন্তু তুই তো এখনও পুরো বেলুন। তথ্যের মন্ত্রী হয়ে সঠিক তথ্যই জানিস না!’

প্রসঙ্গত, সামির জন্ম ব্রিটেনে। সেখানেই বড় হয়েছেন তিনি। তাঁর বাবা পাকিস্তানি এবং মা ছিলেন জম্মুর বাসিন্দা। ২০০১ থেকেই তিনি ভারতে আছেন এবং আগে তাঁর কাছে ভিজিটর ভিসা ছিল। পাকিস্তান ও কানাডার নাগরিকত্বও ছিল সামির।

কাশ্মীরের হামলায় সামিও মর্মাহত। তিনি লিখেছেন, ‘মানবতা কীভাবে এত নিচে নামতে পারে?’

পহেলগামের এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত কড়া পদক্ষেপ নিয়েছে। সিন্ধুর জলচুক্তি স্থগিত করা হয়েছে, পাকিস্তানি নাগরিকদের ভিসা বন্ধ, এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করা হয়েছে। দুই দেশের নাগরিকদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ক্রমেই বাড়ছে।


ভিডিও স্টোরি