ছবি সৌজন্যে : ইন্টাগ্রাম
শেষ আপডেট: 16th October 2024 17:33
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান আইডলের বিচারক পদে সুরকার এবং গায়ক বিশাল দাদলানি রয়েছেন বহুদিন ধরে। ভাল গান শুনে প্রতিযোগীদের যেমন প্রশংসা করেন তেমনই ভুল হলে বকেও দেন। ইন্ডিয়ান আইডল ১৫-র মঞ্চে এক ২৩ বছরের প্রতিযোগীকে বকা দিয়ে এবার শিরোনামে উঠে এলেন তিনি। অন্য গায়কদের 'নকল' করে গান করায় খচে লাল হয়ে যান বিশাল।
ইন্ডিয়ান আইডল শুরু হতে চলেছে সোনিতে। ১৫ তম মরশুম নিয়ে ফিরে আসছে এই রিয়েলিটি শো। বিচারকের আসনে রয়েছেন বাদশা, শ্রেয়া ঘোষাল ও বিশাল দাদলানি। সঞ্চালকের ভূমিকায় ফের গায়ক আদিত্য নারায়ণ। অডিশন চলছে এবং তারই কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে চ্যানেলের তরফে। সেখান থেকেই ভাইরাল হয় এই ক্লিপ।
ভিডিওতে দেখা যায়, অমৃতসরের ওই প্রতিযোগী 'তুম কেয়া মিলে' ও 'পহেলি নজর মে' গাইছিলেন। একটি আতিফ আসলামের গাওয়া গান ও অপরটি অরিজিৎ সিংয়ের। এই দুই গায়কের গাওয়া বলে, তাঁদের মতো করেই গাইছিলেন ওই প্রতিযোগী। যা শুনে গানের মাঝেই তাকে থামিয়ে বকা দেন বিশাল।
বলেন, 'রেস্তরাঁ মে গাতে ব়্যাহে জাওগে (এরকম করলে শুধু রেস্তরাঁতেই গাইতে হবে)।' এখানেই শেষ নয়, ক্ষোভে ফেটে পড়েন গায়ক, বলতে থাকেন, 'আপনি কখনও অরিজিৎ-এর স্টাইলে গাইছেন, কখনও আবার আতিফ ইসলামের মতো করে। আপনি ভাল গাইছেন। কিন্তু নিজস্ব কোনো শৈলি নেই।'
ইন্ডিয়ান আইডলের মতো প্ল্যাটফর্মে আসার জন্য ঠিক কী ধরনের প্রস্তুতি প্রয়োজন এবং এই প্ল্যাটফর্ম একজনের থেকে ঠিক কেমন পারফরমেন্স আশা করে তাও মনে করিয়ে দেন বিশাল। বলেন, ' এটা ইন্ডিয়ান আইডল, এখান থেকে আইডল-রা বেরোয়। এখানে আপনি কাউকে নকল করে এগোতে পারবেন না।'
বিশাল আরও বলেন, 'আপনি জনসমক্ষে পারফর্ম করেন, তাই তো? প্রায়শই শোতে, যখন আপনি অন্যান্য শিল্পীদের অনুকরণ করেন, শ্রোতাদের কাছ থেকে প্রশংসা অর্জন করেন কারণ তারা গানগুলি যেমন জানে, তেমনই শুনতে চায়। কিন্তু যতক্ষণ না আপনি নিজের পরিচয় তৈরি করছেন, ততক্ষণ আপনি কোনওভাবেই তারকা হয়ে উঠতে পারবেন না। অন্য কারও স্টাইলে গান গেয়ে আপনি আর যাই হন, ইন্ডিয়ান আইডল হতে পারবেন না।'
অমৃতসরের এই প্রতিযোগীর গায়কি ভাল লাগলেও এভাবে অনুকরণ করে গান গাওয়ার ধরন যে মোটেও বিচারকের পছন্দ হয়নি, তা স্পষ্ট করে দেন।