শেষ আপডেট: 8th February 2024 13:12
দ্য ওয়াল ব্যুরো: ১৯৫৯ সালে প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি শুরু হয়। সারা বিশ্বের সঙ্গীতজগতের সেরা শিল্পীদের এই পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়।
সম্প্রতি অনুষ্ঠিত হল ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। সেখানে উপস্থিত ছিলেন বহু গুণী ব্যাক্তি। মাইলি সাইরাস, টেলর সুইফট থেকে শুরু করে আরও অনেকে। এ বছর গ্র্যামি পেলেন ভারতের শঙ্কর মহাদেবন, জাকির হোসেন ও রাকেশ চৌরাশিয়া।
ভারতের গ্র্যামি লাভ এই প্রথম নয়। এর আগেও অনেকে এই পুরস্কার পেয়েছেন। রইল সেই তালিকা।
এ আর রহমান
২০০৮ সালে ‘স্লামডগ মিলিওনিয়ার’ সিনেমার সাউন্ডট্র্যাক ও ‘জয় হো’ গানটির কম্পোজের জন্য গ্র্যামি পান।
জুবিন মেহতা
এই অর্কেস্ট্রা পরিচালক মোট পাঁচটি গ্র্যামি জিতেছেন। প্রথমটি পান ১৯৮১তে।
পণ্ডিত রবিশঙ্কর
সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর জীবিতকালে মোট চারটি গ্র্যামি পুরস্কার পান।
তানভি শাহ
তানভি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি এই পুরস্কার যেতেন। ‘জয় হো’ গানটির জন্য ওঁকে সম্মানিত করা হয়।
নিলা বাস্বনি
নোবেল পুরস্কার প্রাপ্ত মালালা ইউসুফজাইর বই ‘আই অ্যাম মালালা’ বইটির অডিওবুকটি পাঠ করেন নিলা বাস্বনি। এর জন্যই পান গ্র্যামি।
রিকি কেজ
২০১৫ সালে ‘উইন্ড অফ সামশারা’ অ্যালবামটির জন্য পুরস্কার পান তিনি। ‘বেস্ট নিউ এজ অ্যালবাম’ বিভাগে গ্র্যামি পেয়েছিলেন।
পণ্ডিত বিশ্ব মোহন ভাট
পণ্ডিত রবিশঙ্করের ছাত্র ইনি। ‘বেস্ট ওয়ার্ল্ড মিউজ’ অ্যালবামের বিভাগে ওঁর ‘অ্যা মিটিং বাই দ্য রিভার’ অ্যালবামটি পুরস্কার পায়।
এইচ শ্রীধর
বিখ্যাত সাউন্ড ইঞ্জিনিয়ার ইনি। ‘জয় হো’ গানটির জন্য এই পুরস্কার প্রাপ্তি ঘটে।
ফাল্গুনী শাহ
অ্যামেরিকান-ভারতীয় গায়িকা ফাল্গুনী। ওঁর কণ্ঠই এনে দিয়েছে মোট তিনটি গ্র্যামি