শেষ আপডেট: 22nd January 2025 15:02
দ্য ওয়াল ব্যুরো: গত বছরের ব্লকবাস্টার ছবি 'পুষ্পা ২' বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেছে। কিন্তু প্রথম থেকেই ছবি নিয়ে বিতর্ক কম হয়নি। অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করা হলেও সুকুমার পরিচালিত এই ছবি ইতিমধ্যে আয় করেছে ১৮৩০ কোটি টাকা। এবার তা খতিয়ে দেখতেই 'পুষ্পা ২' এর পরিচালক সুকুমার, প্রযোজক নবীন ইয়েরনেনি, রবি ইয়েলমাঞ্চলির বাড়িতে হানা দিল আয়কর দফতর।
জানা গেছে, বিশাল আয় করলেও ঠিকমতো আয়কর দেওয়া হয়নি। সে কারণেই এই তল্লাশি অভিযান। বাদ যায়নি 'পুষ্পা ২' এর পরিচালক সুকুমারের বাড়ি ও অফিস-ও। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর মঙ্গলবার থেকেই সুকুমারের বাড়িতে ও অফিসে শুরু হয়েছে তল্লাশি। তাঁর আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত কাগজ খুঁটিয়ে দেখছেন আয়কর বিভাগের আধিকারিকরা।
এছাড়াও গেম চেঞ্জার ছবির প্রযোজক দিল রাজুর বাড়ি এবং ম্যাঙ্গো মিডিয়ার মালিক রামের বাড়ি ও অফিসেও তল্লাশি চালানো হয়েছে। পুষ্পা ২ ছবির বাজেট ছিল প্রায় ৫০০ কোটি অন্যদিকে গেমচেঞ্জার ছবিও ৪৫০ কোটি টাকার। এর মধ্যে মাইথিরি মুভি মেকার্স প্রযোজিত 'পুষ্পা ২' গ্লোবালি দেড় হাজার কোটি টাকার বেশি আয় করেছে। সেই খবর প্রযোজনা সংস্থার তরফ থেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।
সব তথ্য খতিয়ে দেখছে আয়কর দফতর। কোন কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। দিল রাজু যে শুধু ছবিতে বিনিয়োগ করেন তা নয়, তিনি রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গেও যুক্ত। সে কারণে এত সহজে বিষয়টি থেকে নজর সরাতে চাইছেন না তদন্তকারীরা।
গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘পুষ্পা দ্য রুল’ ওরফে ‘পুষ্পা ২’। তারপর থেকে গোটা দেশের বক্স অফিসে দাপিয়ে বেরিয়েছে অল্লু অর্জুনের বহু প্রতিক্ষীত এই ছবি। মুক্তি পাওয়ার তিনদিনের মধ্যেই সারা বিশ্বে ৫০০ কোটি টাকা আয় করে নিয়েছিল ‘পুষ্পা ২: দ্য রুল’।