শেষ আপডেট: 12th February 2025 15:20
দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় অস্থিরতা চলছে। বৈঠক করেও সমস্যার সুরাহা না হওয়ায় এবার ফেডারেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হলেন বিদুলা ভট্টাচার্য নামে এক পরিচালক।
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দায়ের হয়েছে এই মামলা। আদালতে বিদুলা ভট্টাচার্যর দাবি, কাজের সুস্থ পরিবেশ ফেরানোর ব্যবস্থা করুক রাজ্য। ফেডারেশনের কিছু অলিখিত সিদ্ধান্ত এবং স্বেচ্ছাচারিতার জন্য কাজের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে বলে মামলাকারীর অভিযোগ।
সম্প্রতি টেকনিশিয়ানদের সঙ্গে ডিরেক্টরস গিল্ডের দ্বন্দ্ব চরম আকার গ্রহণ করে। সরকারের তরফ থেকে বেশ কয়েকজন মন্ত্রীর মধ্যস্থতায় সাময়িক সমস্যার সমাধানও হয়। তবে স্বেচ্ছাচারিতা বন্ধ হয়নি বলে অভিযোগ বিদুলার। বিদুলা অতীতে রাজ চক্রবর্তীর সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন।
এর আগে গত ডিসেম্বর মাসে CCI (Competition Commission of India)-এ ফেডারেশনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরিচালকরা। বর্তমান বাংলা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ দূষণ ও ক্রমবর্ধমান সঙ্কট নিয়ে প্রায় ১৬টি প্রসঙ্গকে ভিত্তি করে দায়ের করা হয়েছিল ওই মামলা। তারই মধ্যে ফের হাইকোর্টে দায়ের হল আরও একটি মামলা। বুধবারই শুনানি হওয়ার সম্ভাবনা।